শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

লুকিয়ে প্রতিবেশীদের বাড়িতে ঢুকতেন জুতোর গন্ধ শুঁকতে: চিকিৎসার নির্দেশ আদালতের

আইন ও বিচার ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
লুকিয়ে প্রতিবেশীদের বাড়িতে ঢুকতেন জুতোর গন্ধ শুঁকতে: চিকিৎসার নির্দেশ আদালতের

রাতের অন্ধকারে পড়শীদের বাড়ি ঢুকতেন এক ব্যক্তি। সেই অপরাধে ধরা পড়ার পর শাস্তির জন্য বিচারকের সামনে তাকে হাজির করা হয়। অভিযুক্তের জবানবন্দি শুনে হতবাক বিচারকই। ধৃত ব্যক্তি আদালতে জানান, লুকিয়ে লুকিয়ে প্রতিবেশীদের বাড়িতে তিনি ঢুকতেন জুতোর গন্ধ শুঁকতে! ২৮ বছর বয়সি এই তরুণ উত্তর গ্রিসের বাসিন্দা। থেসালোনিকি আদালতে নিয়ে আসার পর তিনি যা কবুল করেছেন তা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না বিচারক।

এপি সংবাদ সংস্থা জানিয়েছে, থেসালোনিকি থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে ছোট শহর সিন্দোসে ৮ অক্টোবর ভোরের দিকে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। ধরা পড়ার পর খুবই বিব্রত অবস্থায় পড়েন ওই ব্যক্তি। কারণ তার অদ্ভুত আচরণের ব্যাখ্যা স্পষ্ট হয়নি পুলিশের কাছে। তাদের অনুমান ছিল প্রতিবেশীদের বাড়িতে ঢুকে কোনো ক্ষতি করেছেন এই তরুণ।

কিন্তু এই তরুণের জোরালো দাবি যে, আইন ভঙ্গ করার বা কারও ক্ষতি করার কোনো উদ্দেশ্য তার ছিল না। প্রতিবেশীর বাড়ির বাইরে রাখা জুতোর গন্ধ শোঁকার জন্যই তিনি অনুপ্রবেশ ঘটান। বাড়ির এক বাসিন্দা তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তবে অভিযুক্তের বিরুদ্ধে রাতে বাড়িতে ঢুকে কোনো ক্ষতি বা চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিবেশীরাও সেই কথাই জানিয়েছেন আদালতে। তবে এই ধরনের ঘটনা প্রথম নয়, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকবার একই অভিযোগ উঠেছিল। তবে আদালতের বিচারক অভিযুক্ত যুবকের এক মাসের কারাদন্ড মওকুফ করে দিয়েছেন ও তার চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে