শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

আফগানিস্তানের তিনটি প্রদেশে জীবন্ত প্রাণীর ছবি প্রচারে নিষেধাজ্ঞা

আইন ও বিচার ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
আফগানিস্তানের তিনটি প্রদেশে জীবন্ত প্রাণীর ছবি প্রচারে নিষেধাজ্ঞা

তালিবান আফগানিস্তানের তিনটি প্রদেশে মানুষসহ যে কোনো জীবন্ত প্রাণীর ছবি প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের এই কঠোর পদক্ষেপের বিরুদ্ধ সাংবাদিকতা ও নাগরিক স্বাধীনতা গোষ্ঠীগুলো ব্যাপক সমালোচনা করেছে।

তালিবানের একজন কর্মকর্তা এ সপ্তাহে বলেন, তাখার, কান্দাহার ও মায়দান ওয়ার্দাক প্রদেশগুলোকে জীবন্ত কিছুর ছবি দেখানো বন্ধ করতে বলা হয়েছে।

ন্যায় প্রচার ও অন্যায় রোধ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার বলেন, নতুন নৈতিকতা আইনের অংশ হিসেবে এই আদেশটি গোটা দেশেই আরোপ করা হবে। তিনি ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'এই আইন সমস্ত আফগানিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে'।

মুখপাত্র আরও বলেন, তালিবান জনগণকে এ কথা বোঝাবে যে, জীবন্ত কোনো কিছুর ছবি তোলা ইসলামী আইনের পরিপন্থি।

ছবির ওপর এই নিষেধাজ্ঞা হচ্ছে তালিবানের ইসলামের ব্যাখ্যা সংবলিত নতুন অনুমোদিত আইনের অংশ। এই আইনে মুসলমানদের নিয়ে ব্যঙ্গ বিদ্রম্নপ করা কিংবা ইসলামী আইন লঙ্ঘন করা নিষেধ করা হয়েছে। তাছাড়া, এতে নারীদের অধিকারও কমানো হয়েছে।

কর্মকর্তারা এর শাস্তি ঠিক কি হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি- তবে বলেছেন, এটি ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত গত তালিবান আমলের অধীনে যে রকম শাস্তি ছিল সে রকমই হবে অর্থাৎ ছবি দেখানোর জন্য কারাদন্ড হবে।

সাউথ এশিয়ান এসোসিয়েশন অব রিপোটার্স ক্লাব এবং জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট মোহাম্মদ গ্রান বলেছেন, নতুন এসব নির্দেশ মিডিয়ার জন্য দুশ্চিন্তার বিষয়।

আফগান সাংবাদিক গোলাম জিলানি বলেন, যে এ ধরনের নিষেধাজ্ঞা নজিরবিহীন এবং অন্য কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এমন নিষেধাজ্ঞা নেই।

বিশ্বব্যাপী অনেক ইসলামী বিশেষজ্ঞ জীবন্ত কারও ছবি বা ভিডিও দেখানোর ব্যাপারে আপত্তির কিছু দেখেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে