দীর্ঘ দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে ২০ অক্টোবর থেকে ৫৪টি পুনর্গঠিত বেঞ্চে শুরু হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারকাজ। এর আগে গত ১৭ অক্টোবর এক আদেশের মাধ্যমে হাইকোর্টের ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারিক এখতিয়ারসহ বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়।
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে ২০ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও সুপ্রিম কোর্টের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। আইনজীবীদের কাছে 'হ্যান্ডশেক' অনুষ্ঠান নামে পরিচিত এই অনুষ্ঠানে প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারক বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মূল ভবনের ভেতরের ইনার গার্ডেনে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।