চট্টগ্রাম আদালতে নবাগত আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে চট্টগ্রাম আদালতে নবাগত আইনজীবীদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণী অনুষ্ঠান আইনজীবী অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক ডিন ড. আবদুলস্নাহ আল ফারুক প্রমুখ। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন বলেন, দেশে যখন অগণতান্ত্রিক পন্থায় স্বৈরচারী অশুভ শক্তি জগদ্দল পাথরের মতো অবস্থান নেয় তখন তাদের প্রতিহত করার জন্য আইনজীবীরাই সর্বপ্রথম মাঠে নামেন এবং জনমানুষের সঙ্গে ঐক্যবদ্ধভাবে রাজপথে লড়াই-সংগ্রামে নেতৃত্ব দেন। তিনি বলেন, আইনজীবীরা সমাজের নেতৃত্বের অগ্রভাগে থেকে ইতিহাসে শীর্ষস্থান দখল করেছেন। যুগেযুগে আইনজীবীরাই সমাজের হাল ধরেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং আইনের শাসন রক্ষায় আইনজীবী সমাজ জ্ঞানগর্ভের ভূমিকা পালন করে। মহানগর দায়রা জজ বলেন, আজকের তরুণ মেধাবী শিক্ষানবীশরাই এক সময় আইনের দিকপাল হবেন। চট্টগ্রামে অনেক প্রথিতযশা আইনজীবী ছিলেন যারা আইনাঙ্গনে এখনো শ্রেষ্ঠত্বের দাবিদার; তাদের অনুসরণ করে নবীনদের চলা দরকার। আজকের নবাগতরা আমাদের পূর্বসূরিদের বীরত্ব ও ঐতিহ্য সংরক্ষণের ধারক ও বাহক হবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মো. জাকির হোসেন। আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠান যৌথ সঞ্চালনায় ছিলেন সমিতির সহসাধারণ সম্পাদক মো. কাশেম কামাল এবং পাঠাগার সম্পাদক আহমেদ কবির (করিম)। কর্মশালায় ফৌজদারি আদালতের কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোয়েব উদ্দিন খান, নতুন মামলা ফাইলিং এবং সাবমিশন যেমন হওয়া উচিত ওই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, আরও প্রশিক্ষণ প্রদান করেন ড. মঈন উদ্দিন আহমেদ। নবাগত প্রায় ৪০০ জন আইনজীবী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।