রেললাইনে সিলিন্ডার, বাইক রাখায় রিলস, ইউটিউবারকে ১ বছরের কারাদন্ড দিলেন ভারতীয় আদালত

প্রকাশ | ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
অভিযুক্ত ইউটিউবারের নাম কাঙ্গারা রামি রেড্ডি। তিনি নেলেস্নারের বাসিন্দা। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। ২০১৯ সালে তিনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছিলেন- যার নাম 'ওয়েলটনরকস'। তাতে রেললাইনে রাখা বিভিন্ন বস্তুর সঙ্গে ট্রেনের সংঘর্ষের ভিডিও করে ইউটিউবে আপলোড করতেন ওই যুবক। সাম্প্রতিক সময়ে ভারতে একের পর এক বড় বড় ট্রেন দুর্ঘটনায় বহু মানুষের মৃতু্য হয়েছে। সেই আবহে শুধু ভিউ পাওয়ার লক্ষ্যে রেললাইনে কখনো পাথর, কখনো সাইকেল আবার কখনো গ্যাস সিলিন্ডার রেখে দিনের পর দিন রিল বানাচ্ছিল এক ইউটিউবার। তাতে স্বাভাবিকভাবেই যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারত বড় ট্রেন দুর্ঘটনা। সেই অভিযোগের আগেই গ্রেপ্তার করা হয়েছে ইউটিউবারকে। এবার ওই ইউটিয়াবারকে দোষী সাব্যস্ত করে কারাদন্ড দিলেন অন্ধ্রপ্রদেশের নেলেস্নারের বিশেষ রেল আদালত। রেনিগুন্টার আরপিএফের একজন আধিকারিক জানান, বিষয়টি নজরে আসতেই ওই যুবকের বিরুদ্ধে রেলের আইনের বিভিন্ন ধারায় মামলার নথিভুক্ত করা হয়। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তদন্তের পর আদালতে চার্জশিট পেশ করে আরপিএফ। এর পাশপাশি একাধিক সাক্ষীর বয়ানের খতিয়ে দেখে এবং উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ইউটিউবারকে দোষী সাব্যস্ত করেন আদালত। রেলের বিশেষ আদালতের বিচারক পি. বিনোদ বৃহস্পতিবার ওই যুবকের সাজা ঘোষণা করেছেন। এক বছরের কারাদন্ডের পাশাপাশি ১০০০ টাকা জরিমানা করা হয়েছে ওই যুবকের। অন্যদিকে, একই অভিযোগে গত অগস্ট মাসে উত্তর প্রদেশ থেকে এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছিল আরপিএফ।