ইউক্রেনের হয়ে লড়াইয়ের দায়ে ৭২ বছর বয়স্ক আমেরিকানকে কারাদন্ড দিলেন রুশ আদালত
প্রকাশ | ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
আইন ও বিচার ডেস্ক
ইউক্রেনের হয়ে ভাড়াটে সৈনিক হিসেবে লড়াইয়ে অংশগ্রহণ করার অভিযোগে ৭২ বছর বয়সি এক আমেরিকানকে রুদ্ধদ্বার বিচারপ্রক্রিয়ার পর প্রায় সাত বছরের কারাদন্ড দিয়েছেন রাশিয়ার এক আদালত।
প্রসিকিউটররা বলেছেন, ২০২২ সালের ফেব্রম্নয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সৈন্য পাঠানোর পর স্টিফেন হাবার্ড নামের ওই ব্যক্তি ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন এবং দুই মাস পরে ধরা পড়ার আগে পর্যন্ত তিনি তাদের সঙ্গে মিলিতভাবে লড়াই করেছেন।
তার ছয় বছর ১০ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। সাধারণ নিরাপত্তা রয়েছে এমন কারাগারেই তাকে রাখা হবে। প্রসিকিউটরা দাবি করেছিলেন, সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে এমন কারাগারে তাকে সাত বছর বন্দি করে রাখা হোক। মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দা হুবার্ড প্রথম আমেরিকান যিনি ইউক্রেনের সংঘাতে ভাড়াটে সৈন্য হিসেবে লড়াইয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন বলে জানা গেছে।
রাশিয়ার একাধিক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, হাবার্ডের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তাতে ১৫ বছরের কারাদন্ড হওয়ার সম্ভাবনা ছিল, তবে প্রসিকিউটরা অনুরোধ করেছেন, অভিযুক্তের বয়সের দিকটি বিবেচনা করা হোক; পাশাপাশি তিনি তার অপরাধ স্বীকারও করেছেন।
সম্প্রতি কয়েক বছর রাশিয়াতে আমেরিকানদের গ্রেপ্তারির ঘটনা প্রায়ই ঘটছে। ভরোনেহ শহরের এক আদালত আমেরিকার নাগরিক রবার্ট গিলম্যানকে সাত বছর এক মাসের কারাদন্ড দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, অন্য একটা অপরাধে জেল খাটার সময় আইন প্রয়োগকারী কর্মকর্তাদের তিনি আক্রমণ করেছেন। রাশিয়ার একাধিক সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে একটি যাত্রীবাহী ট্রেনে নেশা করে ঝামেলা করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপর হেফাজতে থাকাকালীন তিনি এক পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করেছিলেন। সেই অভিযোগে তাকে সাড়ে তিন বছরের কারাদন্ড দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত উলেস্নখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়া আগস্ট মাসে সোভিয়েত পরবর্তী ইতিহাসে সবচেয়ে বৃহৎ বন্দি-বিনিময় সম্পন্ন করেছে।