৪৬ বছর জেল খাটার পর নির্দোষ প্রমাণিত হলেন জাপানি নাগরিক
প্রকাশ | ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
আইন ও বিচার ডেস্ক
জেল থেকে মুক্তি পেয়েছেন মৃতু্যদন্ড পেয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় কারাগারে থাকা ব্যক্তি। ৮৮ বছর বয়সি ওই ব্যক্তির নাম ইয়াও হাকামাদা। জাপানি এই নাগরিক ১৯৬৮ সালে নিজের বস, তার স্ত্রী ও দুই কিশোর সন্তানকে হত্যার অভিযোগে মৃতু্যদন্ড পান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ইয়াওয়ের বয়স এখন ৮৮ বছর। জাপানের আদালতে প্রমাণ হয়েছে যে তার বিরুদ্ধে আনা অভিযোগ সাজানো ছিল। তিনি দোষী ছিলেন না।
সম্প্রতি তার বিচার নিয়ে প্রশ্ন উঠলে নতুন করে বিচারের ব্যবস্থা করেন আদালত। তদন্তে বেরিয়ে আসে যে, তিনি আসলে দোষী নন।
কিন্তু ৪৬ বছর বন্দি থাকায় তার মানসিক স্বাস্থ্য ভেঙে পড়েছে। মুক্তি পাওয়ার সময়ও তিনি শুনানিতে উপস্থিত হতে পারেননি। জাপানের সবচেয়ে বিখ্যাত আইনি ঘটনাই হাকামাদার এই মামলা। বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। গত সপ্তাহে যখন রায় দেওয়া হয় তখন ৫০০ মানুষ সেখানে উপস্থিত ছিলেন।