শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

মুন্সীগঞ্জে সরকারি জমি দখলের অভিযোগে আদালতের স্বপ্রণোদিত মামলা দায়েরের আদেশ

আইন ও বিচার ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মুন্সীগঞ্জে সরকারি জমি দখলের অভিযোগে আদালতের স্বপ্রণোদিত মামলা দায়েরের আদেশ

স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত দুটি সংবাদের সূত্র ধরে সরকারি জমির অবৈধ দখলদারদের বিরুদ্ধে মুন্সীগঞ্জের একটি আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা দায়েরের আদেশ দেন।

জানা যায়, স্থানীয় দৈনিক সভ্যতার আলো পত্রিকায় গত ২৯.০৮.২০২৪ খ্রি. তারিখ 'সরকারি জায়গায় দোকান নির্মাণ' শিরোনামে এবং গত ১৩.০৯.২০২৪ খ্রি. তারিখ 'সরকারি গাছ কেটে দোকান নির্মাণের অভিযোগ' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের গোচরীভূত হলে তিনি স্বপ্রণোদিত হয়ে পত্রিকার ওই সংবাদকেই এজাহার হিসেবে গণ্য করে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর ১১ ধারার অপরাধ হিসেবে নিয়মিত মামলা রুজু করার জন্য আদেশ দেন বিচারক।

আদালত মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি এ আদেশ প্রদান করেন এবং ওই আদেশের কমপস্নায়েন্স রিপোর্ট আদালতে দাখিলের আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের স্টেনোটাইপিস্ট মো. জাকির হোসেন জানান, জেলা জজ আদালত ভবনের সামনের দেওয়ালের সঙ্গে প্রতিদিন কয়েকটি পত্রিকা সংশ্লিষ্ট পত্রিকা অফিস থেকে টাঙানো হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ওই পথে যাওয়ার সময় সংবাদ দুটি তার নজরে এলে তিনি ওই অপরাধ নিজের গোচরে নিয়ে মামলা দায়েরের আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে