শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

আগ্রা শহরকে হেরিটেজ সিটি ঘোষণার প্রয়োজন নেই, ভারতীয় সুপ্রিম কোর্ট

আইন ও বিচার ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আগ্রা শহরকে হেরিটেজ সিটি ঘোষণার প্রয়োজন নেই, ভারতীয় সুপ্রিম কোর্ট

সুলতানি জমানার আগ্রা দুর্গ থেকে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি তাজমহল রয়েছে এই শহরের অন্দরে। ঢিল ছোড়া দূরত্বে মুঘল সম্রাট আকবরের সমাধিক্ষেত্র সেকেন্দ্রা এবং তার স্মৃতি বিজড়িত ফতেপুর সিক্রি।

কিন্তু এক গুচ্ছ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) থাকলেও উত্তরপ্রদেশের আগ্রাকে ঐতিহ্যের শহর হিসেবে মর্যাদা দেওয়ার প্রস্তাবে সায় দেননি ভারতের শীর্ষ আদালত। সম্প্রতি ভারতীয় সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত একটি জনস্বার্থ আবেদন খারিজ করে দিয়েছে।

বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ ১৯৮৪ সালের ওই জনস্বার্থ মামলা (পিআইএল) খারিজ করে বলেছে, আগ্রা শহরকে হেরিটেজ সিটি ঘোষণার পরে কী বিশেষ সুবিধা দেওয়া যেতে পারে, সে বিষয়ে আবেদনে কিছু বলা হয়নি। তাজমহল এবং তার সংলগ্ন ঐতিহাসিক ক্ষেত্রগুলির সুরক্ষা এবং সংরক্ষণের জন্যই আগ্রাকে ঐতিহ্যের শহর ঘোষণার আবেদন জানানো হয়েছিল ওই জনস্বার্থ মামলায়।

আবেদনকারী পক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন, আগ্রা শহর হাজার বছরের বেশি পুরনো। সেখানে তাজমহল, আগ্রা দুর্গসহ নানা সংরক্ষিত ঐতিহাসিক সৌধ রয়েছে। কিন্তু বিচারপতি ওকা বলেন, আমরা অতীতে দেখেছি স্মার্ট সিটি ঘোষণার পরেও সেখানে স্মার্ট কিছু খুঁজে পাওয়া যায়নি। এ ক্ষেত্রেও হেরিটেজ সিটি ঘোষণার প্রয়োজন নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে