শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

শিশুদের সমাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে চায় অস্ট্রেলিয়া

আইন ও বিচার ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শিশুদের সমাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে চায় অস্ট্রেলিয়া

নির্দিষ্ট বয়স না হলে সমাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে না, সম্প্রতি এমনই ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। শিশুরা অনেক বেশি যন্ত্রনির্ভর হয়ে পড়ছে, খেলার মাঠে কম, মুঠোফোন নিয়েই কেটে যাচ্ছে তাদের বেশির ভাগ সময়। এই পরিস্থিতি বেশ ভাবনায় ফেলেছে সে দেশের সরকারকে।

শিশুদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার জন্য ফেডারেল আইন এই বছর থেকেই চালু করা হবে বলে জানিয়েছেন অ্যান্টনি। তিনি বলেছেন, তরুণদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সাইটগুলোর প্রভাব অভিশাপের সমান। শিশুদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের-এর মতো যোগাযোগমাধ্যমে সাইটগুলোতে লগ ইন করার নূ্যনতম বয়স এখনো নির্ধারণ করা না হলেও মনে করা হচ্ছে ১৪ কিংবা ১৬ বছর বয়সদের উপরেই এ ক্ষেত্রে জোর দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, আমি চাই, ১৬ বছরের কম বয়সিরা যোগাযোগমাধ্যমের বিভিন্ন সাইট থেকে দূরে থাকুক।

যোগাযোগমাধ্যমের ক্ষেত্রে বয়স সংক্রান্ত বিধিনিষেধ আদৌ চালু করা সম্ভব কিনা তা যাচাই করার জন্য কয়েক মাসের মধ্যেই ট্রায়াল শুরু করবে সরকার। অ্যান্টনি বলেন, আমি চাই, শিশুরা যোগাযোগমাধ্যমের নেশায় ডুবে না থেকে মাঠে সময় কাটাক, সাঁতার কাটুক, টেনিস কোর্টে গিয়ে খেলাধুলা করুক। ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে এসে তারা বাস্তব জগতে বাঁচতে শিখুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে