শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বিচারাধীন মামলার সংখ্যা ৪৩ লাখের বেশি

আইন ও বিচার ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বিচারাধীন মামলার সংখ্যা ৪৩ লাখের বেশি

২০০৭ সালের ১ নভেম্বর ১৫ লাখ ৭০ হাজার মামলা নিয়ে নির্বাহী বিভাগ থেকে পৃথক হওয়া বিচার বিভাগের কাঁধে এখন সোয়া ৪৩ লাখ মামলার পাহাড়। মামলাজট নিরসনে আইন কমিশনসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান থেকে বারবার তাগিদ দেওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বিগত সরকারের সময়ে। বিচারিক দীর্ঘসূত্রতার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিচারপ্রার্থীদের।

সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী, গত ৩১ মার্চ পর্যন্ত সারাদেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৩ লাখ ২৬ হাজার ৬৫৫টি। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ২৭ হাজার ৮৬ এবং হাইকোর্ট বিভাগে ৫ লাখ ৫৬ হাজার ৯২৬টি মামলা বিচারাধীন রয়েছে। অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৭ লাখ ৪২ হাজার ৬৪৩।

পরিসংখ্যান অনুযায়ী, পাঁচ বছরের বেশি সময় ধরে ঝুলছে ৭ লাখ ৩৫ হাজার ৩৬২টি মামলা। এর মধ্যে ৪ লাখ ২৪ হাজার ৭৪৮ দেওয়ানি এবং ৩ লাখ ১০ হাজার ৬১৪টি ফৌজদারি মামলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে