রুলার ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আইন ও বিচার ডেস্ক
রাজশাহী ইউনিভার্সিটি ল' অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কামাল জিয়াউল ইসলাম বাবু।
রুলার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের উপস্থিতিতে মঙ্গলবার এক জরুরি সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে রুলার ৩৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক হলেন- সিনিয়র অ্যাডভোকেট রবিউল আলম বুদু, আব্দুস সবুর, মো. কামরুজ্জামান কচি, ফয়সল হাসান আরিফ, কামাল জিয়াউল ইসলাম বাবু।
সদস্যরা হলেন- মো. আবুল খায়ের, ফিরোজ শাহ, মো. জামিল আকতার এলাহী, রফিকুল হক মিঞা রিপন, মোহাম্মদ হোসেন, অনুপ কুমার সাহা, মো. আনোয়ারুল ইসলাম শাহীন, অনিমেষ রাহা, শাহাবাজ হোসেন খান মিল্টন, মো. রফিকুল ইসলাম মন্টু, মো. কামরুজ্জামান শাহীন, এস. এম আরিফুল ইসলাম, আমিনুল হক হেলাল, আব্দুর রকিব মন্টু, মীনহাদুজ্জামান লিটন, মো. শহিদুল ইসলাম, এ এইচ এম কামরুজ্জামান মামুন, শামীমা সুলতানা দীপ্তি, মিনহাজুল হক চৌধুরী মিটুল, এম আশরাফ আলী সুজন, মো. নাজমুল হুদা নাহিদ, সৈয়দ হাসান জুবাইর সুমন, মো. জাকির হোসাইন মাসুদ, এস. এস. আরেফীন জুন্নুন, মাহফুজ বিন ইউসুফ, দীপংকর ঘোষ, সুলতান আহমেদ, নাহিদ হাসান ও মো. শফিকুল ইসলাম শফিক।