শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বেলারুশে জার্মান তরুণের মৃতু্যদন্ড মওকুফ

আইন ও বিচার ডেস্ক
  ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
বেলারুশে জার্মান তরুণের মৃতু্যদন্ড মওকুফ

বেলারুশের রাষ্ট্রীয় মিডিয়া জানায়, প্রেসিডেন্ট লুকাশেঙ্কো মৃতু্যদন্ড প্রাপ্ত জার্মান নাগরিক রিকো কে'কে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছেন? জুন মাসে সন্ত্রাসবাদসহ বিভিন্ন অভিযোগে তাকে মৃতু্যদন্ডের সাজা দেওয়া হয়? প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর প্রেস বিভাগ জানিয়েছে যে, তিনি এই সিদ্ধান্ত নেওয়ার আগে সব পরিস্থিতি খতিয়ে দেখেছেন?

পরে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এক মুখপাত্র নিশ্চিত করেন যে, বেলারুশে এক জার্মান নাগরিকের সাজা মওকুফ হয়েছে? বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, 'এই খবর স্বস্তি নিয়ে এসেছে?' মঙ্গলবার বেলারুশের রাজধানী মিনস্কে জার্মান তরুণের সাজার বিষয়টি নিয়ে বৈঠক করেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো? বৈঠকে তিনি বলেন, আমি আগেও বলেছি যে, একজন প্রেসিডেন্টের জীবনে মৃতু্যদন্ডের সঙ্গে জড়িত এমন ঘটনাগুলো সত্যিই সবচেয়ে কঠিন?

রিকো কে'র বিরুদ্ধে ওঠা অভিযোগের সব তথ্য প্রকাশ্যে না এলেও জানা গেছে যে, তিনি সংবেদনশীল সামরিক স্থাপনার ছবি তুলছিলেন ও ইউক্রেনের নিরাপত্তা বিভাগের সঙ্গে মিলে কাজ করছিলেন? কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ইউক্রেন?

গত মাসে গোপন বিচার প্রক্রিয়ার মাধ্যমে বেলারুশের অপরাধ আইনের ছয়টি ধারায় অভিযুক্ত করা হয় ৩০ বছর বয়সি এই জার্মান তরুণকে?

টেলিভিশনে সম্প্রচারিত বার্তায় অভিযুক্ত জার্মান তরুণ বলেন যে, ইউক্রেনের গুপ্তচর সংস্থা এসবিইউ তাকে এসব সামরিক স্থাপনার ছবি তুলতে ও একটি ট্রেনে বিস্ফোরক রাখতে বলেছে? সেই বোমা ফাটলেও কেউ আহত হয়নি বলে জানান তিনি? বেলারুশ বর্তমানে একমাত্র ইউরোপিয়ান রাষ্ট্র, যেখানে এখনো বহাল আছে মৃতু্যদন্ড?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে