দেশজুড়ে দীর্ঘ দিন ধরে পড়ে থাকা দেওয়ানি মামলাগুলো দ্রম্নত নিষ্পত্তি করতে চান ভারতীয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সূত্রের খবর, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ মামলাগুলোর বোঝা কমাতে এবং দ্রম্নত সমাধান করতে বিশেষ লোক আদালত বসানো হবে। আগামী ২৯ জুলাই থেকে ৩ আগস্ট ছ'দিন ধরে সুপ্রিম কোর্টে বসবেন ওই লোক আদালত। দেশের সব হাইকোর্টের লিগ্যাল সার্ভিসেস অথোরিটির সাহায্যে মামলার সঙ্গে যুক্ত বাদী ও বিবাদী পক্ষেরা সেখানে আবেদন জানাতে পারবেন। বিশেষ লোক আদালতে কয়েক দশকের আগের মামলার শুনানিও হবে।
দেওয়ানিসহ ওই ধরনের বহু মামলা বছরের পর বছর ধরে সুপ্রিম কোর্টে পড়ে রয়েছে। তার মধ্যে কিছু মামলা আবার শুনানির জন্য উঠছেই না আদালতে। দৈনন্দিন বিচারের বাইরে গিয়ে ওই মামলাগুলো যাতে নিষ্পত্তি করা যায়, তার জন্য পদক্ষেপ গ্রহণ করছেন সুপ্রিম কোর্ট।
সম্প্রতি সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সব হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্য লিগ্যাল সার্ভিসেস অথোরিটির সঙ্গে বৈঠক করেন। সেখানে বলা হয়, দেওয়ানিসহ নানা ধরনের মামলার মীমাংসা করবেন ওই বিশেষ লোক আদালত। আগ্রহী মামলাকারীরা সেখানে আবেদন করতে পারবেন।
এ ছাড়া সুপ্রিম কোর্টে বিচারাধীন অনেক পুরনো মামলার তালিকা হাইকোর্টের কাছে পাঠানো হয়েছে। বলা হয়েছে, হাইকোর্ট লিগ্যাল সার্ভিসেস অথোরিটি ওইসব মামলায় যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করবেন। তাদের বিশেষ লোক আদালত সম্পর্কে অবহিত করতে হবে।
সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টের কাছে এই ধরনের প্রায় ১৫০টি মামলা এসেছে। ওইসব মামলার তথ্য চেয়েছেন শীর্ষ আদালত। এর মধ্যে ৫০ বছরের অনেক পুরনো মামলাও রয়েছে। হাইকোর্ট সূত্রের খবর, বেশ কিছু মামলা রয়েছে ৪০-৫০ বছরের পুরনো।
সাধারণত লোক আদালতে দীর্ঘ আইনি প্রক্রিয়া কাটিয়ে দু'পক্ষের সম্মতিতে অনেক মামলার বিচার করা হয়। এই লোক আদালতের জন্য কোনো বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়। এ ভাবে আপস-মীমাংসার ফলে বিচারের কাজে অনেক গতি আসে। এতে যেমন বিচারের কাজ সহজ হয়ে ওঠে তেমনই আবার মামলাকারীদেরও সুবিধা হয়। নির্দিষ্ট দিনে মামলার দ্রম্নত সমাধান মেলে।