রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

হিন্দু ও মুসলিমের মধ্যে বিয়ে বৈধ নয় পর্যবেক্ষণ মধ্যপ্রদেশ হাইকোর্টের

আইন ও বিচার ডেস্ক
  ০৪ জুন ২০২৪, ০০:০০
হিন্দু ও মুসলিমের মধ্যে বিয়ে বৈধ নয় পর্যবেক্ষণ মধ্যপ্রদেশ হাইকোর্টের

হিন্দু মহিলা এবং মুসলমান পুরুষের মধ্যে বিয়ে আদৌ বৈধ নয়। ইসলামিক আইনে এই ধরনের বিয়েকে বৈধতা দেওয়া হয়নি। একটি মামলায় এমনটাই জানাল ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট। সম্প্রতি বিচারপতি গুরপাল সিংহ আহলুওয়ালিয়া এমন রায় দিয়েছেন।

আদালতের কাছে নিরাপত্তা চাওয়া যুগলের আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। ওই যুগল ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইনে অন্তর্ধর্মীয় বিয়ের স্বীকৃতি চেয়েছিলেন। তাতে সম্মতি দেয়নি আদালত।

মধ্যপ্রদেশ হাইকোর্টের পর্যবেক্ষণ, বিশেষ বিবাহ আইন অনুসারে কোনো মুসলিম যুবকের সঙ্গে হিন্দু তরুণীর বিয়ে হলেও ইসলামিক আইনে সেই বিয়েকে 'অনিয়মিত' বলে উলেস্নখ করা হবে। কারণ, ইসলামিক আইন অনুসারে, কোনো মুসলমান পুরুষ যদি এমন কোনো মহিলাকে বিয়ে করেন, যিনি অগ্নি কিংবা মূর্তিপূজা করেন, তা হলে সেই বিয়ে বৈধ নয়। বিশেষ বিবাহ আইনে বিয়ে হলেও ইসলামিক আইনে তা অনিয়মিত।

বিয়ের স্বীকৃতি এবং যথোপযুক্ত নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক হিন্দু মহিলা এবং মুসলমান যুবক।

মহিলার পরিবার এই বিয়ের বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, এই বিয়ে হলে সমাজ তাদের দূরে সরিয়ে দেবে। বিয়ের আগে মহিলা বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে গিয়েছেন বলেও অভিযোগ।

আদালতে মামলাকারীরা জানান, বিশেষ বিবাহ আইনে তারা বিয়ে করতে চান। কিন্তু দু'জনের কেউ এই বিয়ের কারণে নিজেদের ধর্ম পরিবর্তন করতে চান না।

মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, বিশেষ বিবাহ আইনে বিয়ে হলে ইসলামিক আইন সে ক্ষেত্রে আর প্রযোজ্য হবে না। কিন্তু বিচারপতির পর্যবেক্ষণ, ব্যক্তিগত আইনে কোনো বিষয়ে নিষেধ থাকলে বিশেষ বিবাহ আইন প্রযুক্ত হতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে