ভ্রূণের লিঙ্গ জানতে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেট কেটে ফেলেছিল স্বামী, বিচারে সাজা হলো যাবজ্জীবন

প্রকাশ | ২৮ মে ২০২৪, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
পুত্রসন্তান হবে, না কি কন্যাসন্তান, তা জানতে স্ত্রীর পেট কাস্তে দিয়ে চিরে ফেলেছিল স্বামী। সেই মামলায় সম্প্রতি তাকে যাবজ্জীবন কারাদন্ড দিলেন ভারতের উত্তর প্রদেশের আদালত। পুলিশ জানিয়েছে, অপরাধীর নাম পান্নালাল। উত্তর প্রদেশের বদায়ুঁর সিভিল লাইন্সের বাসিন্দা সে। ২০২০ সালে স্ত্রী অনিতার ওপর হামলা চালিয়েছিল সে। ২২ বছর আগে ওই দম্পতির বিয়ে হয়েছে। পান্নালালের পাঁচ কন্যাসন্তানও রয়েছে। অনিতার বাপের বাড়ির অভিযোগ, পুত্রসন্তান না হওয়ায় প্রায় দিনই স্ত্রীর সঙ্গে ঝামেলা করত পান্নালাল। তাকে বেশ কয়েক বার বোঝানোর চেষ্টাও করা হয়। কিন্তু পান্নালাল অনিতাকে ডিভোর্স দেওয়ার হুমকি দিত। শুধু তাই নয়, অন্য মহিলাকে বিয়ে করারও কথা বলত। এক দিন স্বামী-স্ত্রীর মধ্যে বিষয়টি নিয়ে অশান্তি চরমে পৌঁছয়। স্ত্রীর গর্ভের সন্তান পুত্র না কন্যা তা জানার জন্য জোরাজুরি করতে থাকে পান্নালাল। তাতে আপত্তি জানান অনিতা। তখন পান্নালাল তার পেট চিরে ফেলার হুমকি দেয়। এমনকি তাকে খুন করে ফেলারও হুমকি দেওয়া হয়। আচমকাই স্ত্রীর ওপর হামলা চালায় সে। কাস্তে দিয়ে স্ত্রীর পেট চিরে ফেলে। সেই অবস্থায় কোনো রকমে পালিয়ে যান অনিতা। কাছে পিঠেই ওর ভাই একটি দোকানে কাজ করছিলেন। দিদিকে ওই অবস্থায় দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অনিতা বেঁচে গেলেও তাঁর গর্ভস্থ সন্তানকে বাঁচানো যায়নি।