অধস্তন আদালতের বিচারক আইনজীবীদের জন্য গরমের পোশাকে শিথিলতা জারি করলেন সুপ্রিম কোর্ট
প্রকাশ | ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০
আইন ও বিচার ডেস্ক
চলমান উচ্চ তাপমাত্রার পরিপ্রেক্ষিতে অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইবু্যনালসমূহের বিচারক ও আইনজীবীদের মামলা পরিচালনাকালীন পরিধেয় পোশাক নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নির্দেশক্রমে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা এসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির ভাষ্যমতে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইবু্যনালসমূহের বিচারক ও আইনজীবীদের মামলা শুনানিকালে পরিধেয় পোশাক সংক্রান্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ২০২৩ সালের ১৮ অক্টোবর জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে একই বছরের ১৩ মে জারি করা বিজ্ঞপ্তি পুনর্বহাল করা হয়েছে। ফলে দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইবু্যনালসমূহের বিচারক ও আইনজীবীরা ক্ষেত্রমতে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধানের আশব্যকতা নেই। দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উলেস্নখ করা হয়েছে।