বইমেলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্মারক প্রকাশনাসমূহের প্রদর্শনী
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আইন ও বিচার ডেস্ক
বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্মারক প্রকাশনাসমূহ আইন ও বিচারব্যবস্থার ইতিহাস ও ঐতিহ্যের একেকটি প্রামাণ্য দলিল। বিচার-ইতিহাসে গত পঞ্চাশ বছরে দেশের শীর্ষ এই আদালতের দ্বারা তৈরি হয়েছে আইনিভাষা এবং এই আদালতের সৃজিত প্রোজ্জ্বল উত্তরাধিকার এই গ্রন্থসমূহের পাতায় পাতায় সোনালি উৎসারে উৎকীর্ণ রয়েছে তার জ্যোতিচিহ্ন। এসব প্রকাশনা জাতি হিসেবে বাঙালির ন্যায়যাত্রার চিরন্তন মহিমায় ভাস্বর।
আমাদের আইন ও আইনসংক্রান্ত জ্ঞানের ক্রমবিকাশের ইতিহাসে মাঝে মাঝেই এমন কিছু স্থায়ী প্রভাব বিস্তারি মননশীল প্রকাশনা আলোর মুখ দেখে- যা বাক্সবন্দি চিন্তার সীমানাকে অতিক্রম করে, ধারণ করে আইনশাস্ত্রের বিবর্তনের বিস্তীর্ণ পথরেখা, সূক্ষ্ণ আইনি চিন্তার সংবেদনকে ছাপিয়ে যা একটি আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে থাকে।
আর এমন প্রকাশনা যদি হয় একটি দেশের সর্বোচ্চ বিচার প্রতিষ্ঠানের নির্মিত সত্য ও ন্যায়ের সঞ্চারপথ এবং আইনের ব্যাখ্যার এক ঋদ্ধ ব্যাকরণ। তবেই তা একটি জাতির সামনে তার সর্বপ্রধান বিচারসত্তার এক স্থায়ী উত্তরাধিকার ও ঐতিহ্যকেই সবার সামনে ফুলেল করে তোলে, করে তোলে আলোকীয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অমর একুশে বইমেলায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর মননশীল স্মারক প্রকাশনাসমূহের একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে ভাষার মাস ফেব্রম্নয়ারিজুড়ে। বাংলা একাডেমি চত্বরে স্থায়ী পুস্তক বিক্রয়কেন্দ্র সংলগ্ন কর্নারে।
অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ এ প্রদর্শনীতে প্রদর্শিত বইয়ের তালিকা
১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন স্মরণিকা
২. মুজিববর্ষ স্মারক প্রকাশনা 'বঙ্গবন্ধু ও বিচার বিভাগ'
৩. গঁলরন ণবধৎ ঈড়সসবসড়ৎধঃরাব চঁনষরপধঃরড়হ, 'ইঅঘএঅইঅঘউঐট অঘউ ঞঐঊ ঔটউওঈওঅজণ.'
৮. ঋরভঃু ণবধৎং্থ (১৯৭২-২০২২), খরঃবৎধঃঁৎব ্ খবমধপু, ঝঁঢ়ৎবসব ঈড়ঁৎঃ ড়ভ ইধহমষধফবংয.
৫. বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৫০ বছরের পথচলা
৬. বাংলাদেশ সুপ্রিম কোর্ট- স্থান, স্থাপত্য ও প্রতিবেশ
৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১৯৭২-এর মূল সংবিধান (সুদৃশ্য পাটের মোড়ক)
৮. ঞঐঊ ঈঙঘঝঞওঞটঞওঙঘ ঙঋ ঞঐঊ চঊঙচখঊ্থঝ জঊচটইখওঈ ঙঋ ইঅঘএখঅউঊঝঐ.
৯.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১৯৭২-এর মূল সংবিধান (লাল বোর্ডের মোড়ক)
১০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১৯৭২-এর মূল সংবিধান (পেপারব্যাক)
১১. বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্মারক ডাকটিকেট
১২. বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্মারক নোট।