শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা

আইন ও বিচার ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা

ভারতে ১১ দিনের প্রশিক্ষণে যাচ্ছেন ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। গত ৪ জানুয়ারি আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়া স্বাক্ষরিত এক আদেশে ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভারতে প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে অনুমতি দেওয়া হয়েছে।

প্রশিক্ষণের জন্য মনোনীত বিজ্ঞ বিচারকরা আগামী ২২ জানুয়ারি থেকে ১ ফেব্রম্নয়ারি পর্যন্ত ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং ভারতের একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নেবেন। গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার ভারত সরকার বহন করবেন বলে আদেশে উলেস্নখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে