শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

তাড়াশে পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডাস্টবিন স্থাপন

মির্জা ফারুক আহমেদ
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
ফ্রেন্ডস ফোরাম তারাশের উদ্যোগে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ডাস্টবিন স্থাপন

সবুজ বাংলাদেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক ও ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকারের সভাপতিত্বে ময়লা সংরক্ষণের ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করেন তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আহসান বিএসসি। ফ্রেন্ডস ফোরাম ও ভিলেজ ভিশনের উদ্যোগে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসা ছাত্রছাত্রীদের সচেতনতায় উদ্বুদ্ধকরণ মাধ্যমে ময়লা সংরক্ষণ ডাস্টবিন স্থাপনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ডাস্টবিন স্থাপন করা হয়। এ বিষয়ে ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক ও ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার বলেন, 'যত্রতত্র আবর্জনা ফেলা সুস্থ সুন্দর নির্মল পরিবেশের বড় অন্তরায়। তাই আমরা সর্বসাধারণকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলতে সচেতন হতে অনুরোধ করছি। পাশাপাশি বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করে দিচ্ছি। এই কার্যক্রম চলমান থাকবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় আবর্জনা সংরক্ষণের ডাস্টবিন স্থাপন করা হবে।'

বক্তারা আরও বলেন, দেহের সুস্থতা ও মনের সুস্থতার জন্য অত্যাবশ্যক হলো পরিচ্ছন্নতা ও পবিত্রতা। দেহের পরিচ্ছন্নতা, পোশাকের পরিচ্ছন্নতা, পরিবেশের পরিচ্ছন্নতা; সব পরিচ্ছন্নতাই সমানভাবে গুরুত্ব বহন করে। এটা সব সময়ের জন্যই গুরুত্বপূর্ণ। বর্ষকালে বৃষ্টির পানির কারণে বাড়িঘরের আঙ্গিনা, স্কুল-কলেজ, অফিস-আদালতের রাস্তাঘাটে ফেলে রাখা ময়লা-আবর্জনা দ্রম্নত পচন ধরে এবং ব্যাকটেরিয়া জন্মায়। পানির সঙ্গে সঙ্গে সে ব্যাকটেরিয়া চারপাশে দ্রম্নত ছড়িয়ে পড়ে। জমে থাকা দূষিত পানিতে নানারকম পোকামাকড় জন্মায়। মশার উপদ্রম্নব বাড়ে। এ সময় মানুষের মধ্যে অসুস্থতাও বেড়ে যায়। স্কুল-কলেজের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে শিক্ষার পরিবেশটাও সুন্দর থাকে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভিলেজ ভিশনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ম. সাইফুল ইসলাম, সমকাল পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, কালবেলা পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি হাদিউল হৃদয়, ফ্রেন্ডস ফোরামের সদস্য ইঞ্জিনিয়ার গোপাল মহন্ত, বিপুল, রিন্টু মাল, তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল গনি, স্কুলের শিক্ষার্থী, ভিলেজ ভিশনের প্রতিনিধি রিপন আহমেদ, তুহিন সরকার প্রমুখ।

উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম তাড়াশ, সিরাজগঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে