ভবিষ্যৎ পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কেন্দ্রীয় কমিটির সভা
প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
মো. আব্দুল হামিদ
২৬ অক্টোবর যায়যায়দিন কার্যালয়ের সেমিনার হলে আমাদের প্রাণের সংগঠন ফ্রেন্ডস ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকরী কমিটি গঠন, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাস্তবায়নের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই সবার পরিচয় পর্ব জেনে নেয়া হয়। শুরুতেই সদস্য সচিব মো. আব্দুল হামিদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি কবিতাটি পাঠ করে শোনান। এরপর আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন রাসেল স্বাগত বক্তব্য দেন ও অনুষ্ঠানের আলোচ্যসূচি উপস্থিত সবাইকে অবহিত করেন। খুবই চমৎকার ও প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে কেন্দ্রীয় কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হবে এবং তা কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে সুচিন্তিত ও মূল্যবান বক্তব্য পেশ করেন। প্রথমেই বন্যাদুর্গত এলাকার ফেনী জেলার একটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণের বিষয়টি চূড়ান্ত করা হয় ও দ্রম্নততম সময়ের মধ্যে এই মহতি কাজটি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করা হয়। ফ্রেন্ডস ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে বাল্যবিবাহ রোধ, ট্রাফিক আইন মান্য করা, বৃদ্ধাশ্রমের অসহায় মানুষদের মধ্যে বিনোদন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখাসহ অনেকগুলো জনসচেতনতামূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা ও তা সঠিকভাবে বাস্তবায়নের জন্য কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বাংলাদেশের প্রতিটি অঞ্চলের বেকার যুব সমাজকে কর্মমুখী দক্ষতা বাড়ানোর জন্য ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করার লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণসহ সার্বিক সহযোগিতা করার বিষয়টিও গুরুত্বের সাথে তুলে ধরা হয়।
আগামী ২১ নভেম্বর ফ্রেন্ডস ফোরাম ১৬ বছরে পদার্পণ করবে এবং কিভাবে উদযাপিত হবে সে বিষয় নিয়েও আলোচনা করা হয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মুখার্জি এ সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য যে অর্থ প্রয়োজন তা কিভাবে সংগ্রহ করা যেতে পারে সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সভার এক পর্যায়ে যায়যায়দিন পত্রিকার হেড অব মার্কেটিং মো. ইব্রাহীম খলিল স্বপন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতার বিষয় কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু। আলোচনা সভায় উপস্থিত থেকে আরো যারা মূল্যবান মতামত ও বক্তব্য রাখেন তারা হলেন- যুগ্ম আহ্বায়ক: নাহিদা আশরাফি, সদস্য জুবায়ের হোসেন প্রমুখ। প্রাণের আড্ডায় নতুন সদস্য নুসরাত জাহান লিলি চমৎকার কিছু গান পরিবেশন করেন যা সবাইকে মুগ্ধ করে। বরাবরের মতোই শামীম আরা বেগম দিশার কন্ঠে স্বরচিত কবিতা আবৃত্তি দারুন উপভোগ্য ছিল। নারিকেলের নাড়ু, চিড়া ও মুড়ির মোয়া, পিঠা, কলা দিয়ে মিষ্টিমুখ পর্বের পর চা পান। সব মিলিয়ে দারুন কিছু স্মরণীয় মুহূর্ত কাটিয়ে ওইদিন সন্ধ্যায় সভা মূলতবি করা হয়। সভায় আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন- যুগ্ম সদস্য সচিব : মাসুম পারভেজ, সম্মানিত সদস্য :আফরিনা আক্তার, মোহাম্মদ বশির উলস্নাহ, মো. আল আমিন মৃধা, মো. আশরাফুল আলম, মো. হানিফ, মো. রোকন উদ্দিন, নুসরাত জাহান লিলি, শারমিন আক্তার, রাজিয়া সুলতানা সাথী, মো. রেজাউল করিম প্রমুখ।
সদস্য সচিব
ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটি।