আটঘরিয়ায় নিরাপদ সড়ক চাই শীর্ষক আলোচনা সভা

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০

আব্দুস সাত্তার মিয়া
ফ্রেন্ডস ফোরাম আটঘরিয়ার বন্ধুরা নিরাপদ সড়ক শীর্ষক আলোচনা সভায়
দৈনিক যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরাম পাবনার আটঘরিয়ার উদ্যোগে নিরাপদ সড়ক চাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক ও দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাবউদ্দিন এবং অতিথি হিসেবে ছিলেন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও যায়যায়দিন প্রতিনিধি আব্দুস সাত্তার মিয়া। একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না এবং ট্রাফিক আইন ও সড়ক আইনের ওপর নানা পরামর্শমূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মাহতাবউদ্দিন, প্রধান অতিথি আব্দুস সাত্তার মিয়া, যুগ্ম সচিব দেবব্রত পাল, সিনিয়র শিক্ষক মাওলানা রজব আলী, শিক্ষার্থী জিহাদ পারভেজ ও রিফাত নাফসি। বক্তারা বলেন, নিরাপদ সড়কের জন্য নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রের করণীয়, ট্রাফিক আইন মেনে চলা, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার, ক্রসিং সিগনাল মেনে চলতে হবে। দুর্ঘটনা রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং যাত্রী ও পথচারীদের বিষয় নিয়ে কথা বলা হয় যার মধ্যে উলেস্নখযোগ্য হলো মোবাইলে কথা বলতে বলতে চলন্ত গাড়িতে উঠানামা করবে না, স্টপেজ ব্যতিরেকে যেখানে সেখানে গাড়ি থামানোর অনুরোধ ও চলন্ত অবস্থায় চালকের সঙ্গে খারাপভাবে কথা বলবে না এবং গাড়ির গতি বাড়িয়ে ওভারটেক করতে উৎসাহিত করবে না। নিরাপদ সড়কের জন্য নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রের করণীয়, ট্রাফিক আইন মেনে চলা, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার এ বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য-সচিব ইয়ামিন হোসেন। উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম, আটঘরিয়া, পাবনা।