শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

যমুনা কলেজে নিরাপদ সড়কের জন্য সচেতনতা ক্যাম্পেইন

আখতার হোসেন খান
  ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্যাম্পেইন শেষে ফ্রেন্ডস ফোরামের বন্ধুদের সঙ্গে শিক্ষার্থীরা

টাঙ্গাইলের ভুয়াপুরের যমুনা কলেজে সড়কে দুর্ঘটনা নিয়ে সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করা হয়। আমাদের দেশে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে সড়ক পথে। পত্রিকার পাতা খুললে, টিভি স্কলে কিংবা ফেসবুকে প্রতিদিন সড়ক দুর্ঘটনার খবর চোখে পড়ে। এই দুর্ঘটনার অধিকাংশই আবার স্কুল বা কলেজ পড়ুয়া ১৩ থেকে ২১ বছরের ছাত্রদের সংখ্যা একেবারে কম নয়। যারা সখের মোটর সাইকেল নিয়ে সড়ক বা মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়। এছাড়া অদক্ষ বাস, ট্রাক, মাইক্রো বাস, মোটর লরির ড্রাইভারের কারণেও দুর্ঘটনা ঘটে। অসচেতন পথচারীরা অসচেতনভাবে রাস্তা পারপারেও অনেক দুর্ঘটনার স্বীকার হন।

এ কারণে 'ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার' এই সেস্নাগান নিয়ে ২২ অক্টোবর সারাদেশে পালিত হলো নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ায় যমুনা কলেজে ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাসের বিরতিতে কলেজ মিলনায়তনে উপস্থিত হতে থাকেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ঘড়ির কাঁটায় তখন দুপুর ১টা বেজে ২০ মিনিট তাদের সচেতন করতে কলেজ অডিটরিয়ামে আসেন হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আকলিমা খাতুন, ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক মো. ইসমাইল হোসেন, রাষ্ট্র বিজ্ঞানের মো. নিজাম উদ্দিন এবং গ্রন্থাগার শিক্ষক আলপনা খাতুন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আখতার হোসেন খান।

আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ড্রাইভিং লাইসেন্স পেতে হলে ১৮ বছর বয়স হতে হবে। তার পরেও তোমরা যারা নিতান্তই প্রয়োজনে বাইক চালাও তাদের নিজ দায়িত্বে নিয়ম-কানুন জেনে নিতে হবে এবং তা মানতেও হবে। বেপরোয়া গতিতে কখনোই গাড়ি চালানো ঠিক না। এছাড়া রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং দিয়ে প্রথমে ডানে তারপর বামে আবার ডানে দেখে রাস্তা পার হতে হবে। ফুট ওভার ব্রিজ থাকলে কখনোই নিচ দিয়ে রাস্তা পার হওয়া ঠিক নয়। নিজেরা নিয়ম মেনে চলবে এবং অন্যদের জীবন বাঁচাতে তাদের সতর্ক করবে। আরও একটি গুরুত্বপূর্ণ ভালো কাজ তোমরা করতে পারো- অসহায় বৃদ্ধ, প্রতিবন্ধী বা স্কুলের ছোট ছেলেমেয়েদের রাস্তা পারপারে সহযোগিতা করবে। তবেই আমাদের সড়কে প্রাণহানির পরিমাণ কমবে।

আলোচনা শেষে যমুনা কলেজ, হাতিয়ার ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা সড়কে আমাদের প্রিয় সব মানুষের প্রাণ বাঁচাতে অঙ্গীকারাবদ্ধ হয়ে সেস্নাগান তোলে- 'ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার'।

উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম, ভুয়াপুর, টাঙ্গাইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে