ঝিনাইদহে গাছের চারা রোপণ কর্মসূচি
প্রকাশ | ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০
আশিকুর রহমান সোহাগ
দৈনিক যায়যায়দিন পত্রিকার লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের সংগঠন ফ্রেন্ডস ফোরাম ঝিনাইদহের উদ্যোগে চারা গাছ লাগানো কর্মসূচি হাতে নিয়েছে। গত বুধবার জেলার কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদ্রাসায় একটি তেঁতুল গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়। চারা গাছ রোপণের পূর্বে গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তারা বলেন, পৃথিবীতে যত বেশি পরিমাণ গাছ থাকবে প্রকৃতি তত বেশি সজীব থাকবে এবং পরিবেশ নির্মল থাকবে। গাছ আবার জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার হচ্ছে। বর্তমানে অত্যধিক শিল্প-কর্মের প্রসার ঘটার কারণে অযথাই গাছ কাটা হচ্ছে। এর ফলে সব জীবজগৎ প্রায় হুমকিতে আছে। একদিকে যেমন গাছ কাটা হচ্ছে, আবার অন্যদিকে বড় বড় বনাঞ্চল দাবানলে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে পৃথিবীতে গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এর বিরূপ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে, ঝড়ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, বন্যা, খরা প্রভৃতি দিন দিন বেড়েই চলছে। কাজেই গাছের প্রতি সবারই যত্নবান হওয়া উচিত।
এ সময় উপস্থিত ছিলেন- যায়যায়দিন পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ফেন্ডস ফোরামের উপদেষ্টা তারেক মাহমুদ, ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক আশফাকুস সালেহীন, সদস্যসচিব শিক্ষক আশিকুর রহমান সোহাগ, মাদ্রাসার সুপার মো. শহীদুজ্জামান, সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমান, আব্দুল ওহাব, ফরিদা পারভিন, ইমদাদুল হকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় মাদ্রাসা প্রাঙ্গণে পাঁচটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ ছাড়া আগাম এক সপ্তাহে ঝিনাইদহ সদরের ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক বিভিন্ন প্রকারের ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।
সদস্য সচীব
ফ্রেন্ডস ফোরাম ঝিনাইদহ।