ভাঙ্গায় কার্যকরী কমিটি গঠন

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০

দিলীপ দাস
ফ্রেন্ডস ফোরাম ভাঙ্গার কার্যকরী কমিটির সদস্যরা
ফরিদপুরের ভাঙ্গায় পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিন পত্রিকার লেখক পাঠক শুভানুধ্যায়ীদের সংগঠন ফ্রেন্ডস ফোরাম গঠন করা হয়েছে। গত ৭ অক্টোবর সোমবার ভাঙ্গা মহিলা কলেজ ক্যাম্পাসে দৈনিক যায়যায়দিনের ভাঙ্গা প্রতিনিধি দিলীপ দাস পলাশের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন আবুল কালাম। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মিঞা বে-নজীর আহমাদ, লিয়াকত মো. প্রভাষক মাহবুবুর রহমান, কামরুজ্জামান ফকির, সুভাষচন্দ্র মন্ডল, আলো রানী ঘোষ, বিপুল চক্রবর্তী প্রমুখ। আলোচনা সভায় যে সব বিষয় নিয়ে আলোচনা করা হয় তার মধ্যে রয়েছে আবৃত্তি, বিতর্ক, নাচ, গান, ছবি আঁকা ও লেখালেখিসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের চর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এবং প্রয়োজনে এসব বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহণের পাশাপাশি রক্তদাতাদের ডাটাবেইজ তৈরি করা, সড়ক পথে গাড়ি দুর্ঘটনা হ্রাসকল্পে চালক-পথচারী সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হবে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা কর্মসূচি গ্রহণ করা, এইডসসহ বিভিন্ন মারাত্মক ব্যাধি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে কর্মসূচি গ্রহণ করা, সর্বোপরি জনকল্যাণমূলক যে কোনো কর্মসূচি গ্রহণ করা হবে। দলমত নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় এই বন্ধু সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সভায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামকে গতিশীল করার লক্ষ্যে এবং জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত করার জন্য ২৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন যায়যায়দিনের ভাঙ্গা প্রতিনিধি দিলীপ দাস পলাশ। কার্যকরী কমিটির সভাপতি : প্রভাষক মাহবুবুর রহমান, মার্কেটিং বিভাগ, ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ; সহ-সভাপতি : বীর মুক্তিযোদ্ধা মিঞা বে-নজীর আহমাদ, সুভাষচন্দ্র মন্ডল এবং লিয়াকত মোলস্না; সাধারণ সম্পাদক : আবুল কালাম; যুগ্ম সাধারণ সম্পাদক : আলো রানী ঘোষ ও তামান্না আক্তার; সাংগঠনিক সম্পাদক : বিপুল চক্রবর্তী; অর্থ সম্পাদক : শ্যামল মৃধা; দপ্তর সম্পাদক : ওহিদুজ্জামান ওহিদ; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক : মো. জিয়াউদ্দিন জিয়া; সাংস্কৃতিক সম্পাদক : প্রভাস কুমার মালো; সমাজকল্যাণ সম্পাদক : প্রভাষক মওলাদাদ হোসেন; ক্রীড়া সম্পাদক : গোবিন্দ চন্দ্র পোদ্দার; শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক : স্বপ্না রানী মন্ডল; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : ফকির কামরুজ্জামান; প্রচার ও জনসংযোগ সম্পাদক : মোহাম্মদ করিম মুন্সি; সম্মানিত সদস্য মোহাম্মদ জাকির মুন্সি, প্রভাষক আফসানা ইয়াসমিন কামনা, লাবণ্য রহমান, মনিরা আক্তার, জরিনা বেগম, হাবিবা আক্তার, বিজয় খলিফা এবং পলাশ মাহমুদ। উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম ভাঙ্গা, ফরিদপুর।