গঠনতন্ত্রের আলোকে ফ্রেন্ডস ফোরামের কার্যাবলি

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০

ফ্রেন্ডস ফোরাম ডেস্ক
সারাদেশে এবং বহির্বিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষ, লেখক-পাঠক, সংস্কৃতিসেবী শুভানুধ্যায়ীদের ঐক্যবদ্ধ করে পারস্পরিক যোগাযোগ, পরিচিতি, চিন্তা-চেতনা বিনিময়ের মাধ্যমে মৈত্রী ও সম্মিলিত সহযোগিতার সেতুবন্ধন সৃষ্টি করা। সংবাদপত্রের পাঠক হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত 'সংবাদপত্র পাঠক অধিকার' সংরক্ষণে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ। পাঠকের চাহিদা মোতাবেক যায়যায়দিন পত্রিকার মানবৃদ্ধি ও প্রচারসংখ্যা বাড়াতে পত্রিকা কর্তৃপক্ষকে সর্বোতভাবে সহায়তাদান। গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইসু্যতে ফ্রেন্ডস ফোরামের ব্যানারে ব্যাপক জনমত গড়ে তোলা। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদসহ সব পশ্চাৎপদতা পেছনে ফেলে অসাম্প্রদায়িক, মানবিক চেতনা বিকাশের সামাজিক আন্দোলন পরিচালনা করাসহ মুক্তবুদ্ধি ও বিজ্ঞানমনস্ক চিন্তা-চেতনা ও জ্ঞানের বিকাশ সাধন এবং মুক্তচিন্তার অনুশীলন ও সাহিত্য চর্চায় উৎসাহদানের পাশাপাশি 'পাড়ায় পাড়ায় পাঠাগার গড়ে তোলা'র আন্দোলনে সবাইকে সামিল করা। মুক্তিযুদ্ধের মহান ব্রত অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সমতাভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করা। সৃজনশীল কর্মকান্ডের মধ্য দিয়ে ফ্রেন্ডস ফোরামের সদস্যদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো। সমাজ উন্নয়নের মধ্য দিয়ে মাতৃভাষা ও মাতৃভূমির মর্যাদা রক্ষায় প্রচেষ্টা গ্রহণ। পৃথিবীর সব শান্তি, স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের সাথে একাত্মতা ঘোষণা করা। গুরুত্বপূর্ণ যে কোনো জাতীয় বা আন্তর্জাতিক ইসু্যতে আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, প্রেস কনফারেন্সের আয়োজন করা। সাপ্তাহিক/পাক্ষিক/মাসিক ভিত্তিতে বৈঠক এবং সুস্থধারার সংস্কৃতির চর্চা করা। উদ্যোক্তা তৈরি করতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করা। আবৃত্তি, অভিনয়, বিতর্ক, নাচ, গান, ছবি আঁকা ও লেখালেখিসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের চর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এবং প্রয়োজনে এসব বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা। ফ্রেন্ডস ফোরাম সদস্যদের জন্য পাঠাগার স্থাপন করা এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের (যেমন- প্রীতি সম্মিলন, ক্রীড়া প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, শিক্ষা সফর, ঐতিহাসিক স্থান-স্থাপনা পরিদর্শন ইত্যাদি) আয়োজন করা। পাঠক হিসেবে যায়যায়দিনের মান সম্পর্কে গঠনমূলক মতামত সংগ্রহ, পাঠকের চাহিদা ও প্রাপ্তি সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করা। টিকাদান, গাছের চারা রোপণ, নিরক্ষরতা দূরীকরণ, শিশু অধিকার সংরক্ষণ, সামাজিক অবক্ষয় রোধ, যৌতুক ও নারী নির্যাতনবিরোধী কর্মসূচি গ্রহণ করা, বাল্যবিবাহ প্রতিরোধে স্কুলপর্যায়ে ক্যাম্পেইন, মাদক ও ধূমপানবিরোধী ক্যাম্পেইন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহণের পাশাপাশি রক্তদাতাদের ডাটাবেইজ তৈরি, সড়ক পথে দুর্ঘটনা হ্রাসকল্পে চালক-পথচারী সচেতনতা কর্মসূচি গ্রহণ করা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা কর্মসূচি গ্রহণ করা, এইডসসহ বিভিন্ন মারাত্মক ব্যাধি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির কর্মসূচি, সুস্বাস্থ্যবিষয়ক সেমিনার আয়োজন করা, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ইসু্য সম্পর্কে জনমত যাচাই, সর্বোপরি জনকল্যাণমূলক যে কোনো কর্মসূচি গ্রহণ করা। মানবাধিকার লঙ্ঘনের যে কোনো ঘটনার প্রতিবাদ জানানো এবং বঞ্চিত, নির্যাতিত ও অসহায় মানুষকে সহায়তাদানের কর্মসূচি গ্রহণ করা। বিশেষ বিশেষ দিবস উপলক্ষে স্মরণিকা, দেয়াল পত্রিকা বা ছোট কাগজ বের করা। দেশীয় ও আন্তর্জাতিক সমমনা সংগঠনের সঙ্গে বন্ধুত্ব এবং সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। যায়যায়দিনের পাঠক সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে ফ্রেন্ডস ফোরামকে শক্তিশালী করা। সময়ের প্রয়োজনে যে কোনো দুর্যোগে দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য 'ফ্রেন্ডস ফোরাম সহযোগিতা তহবিল' তৈরি করা।