নির্বিঘ্নে, স্বস্তিতে, শান্তিতে দুর্গোৎসব উদ্যাপনে ঢাকার কেরাণীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেরাণীগঞ্জের বন্ধুরা। গত ৪ অক্টোবর, উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত এক আদেশে কেরাণীগঞ্জ উপজেলার পূজামন্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সম্প্রীতি সমন্বয়ক টিমে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামকে অন্তর্ভুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া। সেই হিসেবে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সে দায়িত্ব নিয়ে ব্যস্ত ছিল। ফ্রেন্ডস ফোরাম বন্ধুরা বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দুর্গাপূজা নির্বিঘ্নে, স্বস্তিতে, শান্তিতে এবং উৎসবমুখর পরিবেশে পালনে সর্বাত্মক সহযোগিতা করেন। ফ্রেন্ডস ফোরাম সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, আছে এবং থাকবে। এটাই আমাদের প্রত্যাশা। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেরাণীগঞ্জ কমিটির সভাপতি কাওসার আহমেদ বলেন, 'আমরা কেরাণীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, শুভাঢ্যা, বাস্তা, কোন্ডা, রোহিতপুর ও কলাতিয়া ইউনিয়নসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছি, সেখানে প্রতিমা প্রস্তুত থেকে বিজয়া দশমী উদ্যাপন পর্যন্ত সহযোগিতা করি। আমরা চাই, এ দেশে পূজা সবসময় উৎসবমুখর পরিবেশে হোক।' তিনি আরও বলেন, প্রতিটি পূজামন্ডপে এই উৎসব যেন সুন্দরভাবে উদ্যাপন করতে পারে, সে বিষয়ে সর্বদা প্রস্তুত ছিলেন। এমন কি পূজামন্ডপে সুযোগ-সুবিধা জানাতে ফ্রেন্ডস ফোরাম গঠিত সেলের সঙ্গে যোগাযোগ করতেও বলেন। এই উৎসব শুধু সনাতনীদের উৎসবের আনন্দ ছিল না, এটা এখন সব মানুষের উৎসবের আনন্দ পরিণত হয়েছিল।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মাসুম পারভেজ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, যার সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। এ দেশের সনাতন ধর্মাবলম্বীদের আবহমানকাল ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে এই পূজা উদ্যাপন করে আসছে। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক উৎসবও। এই উৎসবে সমাজের সর্বস্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। এই উৎসব দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সে লক্ষ্যে ফ্রেন্ডস ফোরাম কেরাণীগঞ্জের বন্ধুরা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষার মাধ্যমে সামাজিক সম্প্রীতি সৌন্দর্য বজায় রেখেছে।
পূজামন্ডপ পরিদর্শনকালে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেরাণীগঞ্জ কমিটির অন্য বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থ সম্পাদক মোরসালিন হোসেন, সাংস্কৃতিক-বিষয়ক সম্পাদক আল আমিন মিনহাজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সায়মন চৌধুরী, সদস্য সাব্বির হোসেন, কিফায়েত হোসেন, নাজমুল ইসলাম হৃদয় প্রমুখ।
যুগ্ম সম্পাদক ও ক্রীড়া সম্পাদক
ফ্রেন্ডস ফোরাম, কেরাণীগঞ্জ, ঢাকা।