বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

পাবনায় হতদরিদ্ররা পেল ভেড়া ও ছাগল ফ্রেন্ডস ফোরাম তারাশ ও ভিলেজ ভিশনের যৌথ উদ্যোগ

মির্জা ফারুক আহমেদ
  ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
ফ্রেন্ডস ফোরাম তারাশ ও ভিলেজ ভিশনের বন্ধুরা প্রান্তিক মানুষের হাতে ভেড়া তুলে দেন

সহায় সম্বলহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ও ভিলেজ ভিশনের বন্ধুরা। সুদমুক্ত শর্তযুক্ত ঋণের আওতায় আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়। তবে এখানো কোনো নগদ অর্থ দেয়া হয়নি। 'মানবতার কাজে সবার পাশে' এই স্স্নোগানকে সামনে রেখে পাবনায় হতদরিদ্র, অসহায় ও প্রান্তিক শ্রেণির মানুষের মধ্যে ভেড়া ও ছাগল বিতরণ করা হয়েছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আর্থিক সহায়তায় অসচ্ছল পরিবারের আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের অংশ হিসেবে যায়য়াযদিন ফ্রেন্ডস ফোরাম তাড়াশ ও স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ভিশনের যৌথ উদ্যোগে ভেড়া ও ছাগল বিতরণের এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ উপলক্ষে গত সোমবার শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যলয় মিলনায়তনে ভেড়া ও ছাগল গ্রহীতা প্রন্তিক শ্রেণির মানুষদের উপস্থিতিতে একটি পরামর্শক সভা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভিলেজ ভিশনের পরিচালক ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম তারাশের আহ্বায়ক শরীফ খন্দকার। উপস্থিত ছিলেন আদর্শ গার্লস হাই স্কুলের প্রাক্তন সভাপতি সমাজসেবক এস মুস্তাকিম সবুজ, আদর্শ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ওহিদুর রহমান, সহকারী শিক্ষক খন্দকার ফারুক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, সাংবাদিক কলামিস্ট আব্দুল হামিদ খান এবং ভিলেজ ভিশন বাংলাদেশের প্রতিনিধি সাইফুল ইসলাম রুহুল, সুমন আনোয়ার, খন্দকার রফিকুল ইসলাম বাবু, সোনিয়া খাতুন, রুদ্র বিশ্বাস।

এস মুস্তাকিম সবুজ তার বক্তব্যে বলেন, হতদরিদ্র অসহায় মানুষদের স্বাবলম্বী করার জন্যই মূলত এ কর্মসূচিটি হাতে নেয়া হয়েছে। এখান থেকে নেওয়া প্রত্যেক ভেড়া গ্রহীতাকে প্রথমবার ভেরাটি বাচ্চা দেয়ার পর একটু বড় হলে ১টি ভেড়া বাচ্চা সংগঠনকে ফিরিয়ে দিবে। তারা ওই ভেড়াটিকে পরবর্তীতে আবার অন্য একটি গরিব পরিবারের হাতে তুলে দিবেন। এটি একটি মহৎ উদ্যোগ।

সুতরাং এটা কোন ছোট কাজ নয় বরং অনেক মর্যাদার কাজ। তৎকালীন সময়ে যারাই সমাজে ধনাঢ্য ব্যক্তি ছিলেন তাদের প্রত্যকেই মেষ, ছাগল বা উট পালন করতেন। আর তখন এসবই ছিল ধনী হওয়ার অন্যতম মাধ্যম। তিনি আশা প্রকাশ করে বলেন, আজকে যাদের হাতে একটি ভেড়া তুলে দেয়া হলো তারা হয়তো এই একটি ভেড়া বা ছাগল থেকেই এক পাল ভেড়া বা ছাগলের খামার বানাবেন। ভেড়া ও ছাগল কিভাবে পালন করতে হবে, অসুখ-বিসুখ হলে কোথায় যোগাযোগ করতে হবে, এসব বিষয়ে তাদের সম্যক ধারণা দেন সংগঠনের সভাপতি খন্দকার শরিফ আহমেদ। পরে স্কুল মাঠে প্রান্তিক শ্রেণির মানুষদের প্রত্যকের হাতে ট্যাগ লাগানো অবস্থায় ভেড়া ও ছাগল হস্তান্তর করা হয়।

উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম তারাশ, পাবনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে