বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

কেরাণীগঞ্জে শিক্ষার্থীকে বই উপহার ফ্রেন্ডস ফোরাম কেরাণীগঞ্জের উদ্যোগ

আব্দুর রহিম রানা
  ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
ফ্রেন্ডস ফোরাম কেরাণীগঞ্জের বন্ধুরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, 'বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো।' আর সে সাঁকো শিক্ষাজীবনে বাঁধতে রাজধানী ঢাকার কেরাণীগঞ্জে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে উচ্চ মাধ্যমিক শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক উপহার দেয়া হয়েছে মেধাবী শিক্ষার্থী রাত্রি আক্তারকে। গত সোমবার ৭ অক্টোবর উপজেলার কলাতিয়া ডিগ্রি কলেজ ব্যবস্থাপনা বিভাগের সঙ্গীত শিল্পী ও সহকারী অধ্যাপক আলিম চৌধুরী শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক তুলে দেন। পাঠ্যপুস্তকগুলোর মধ্যে রয়েছে- বাংলা সাহিত্য ও ব্যাকরণ, ইংরেজি গ্রামার ও তথ্যপ্রযুক্তিসহ মানবিক শাখার পৌরনীতি ও সুশাসন প্রথম দ্বিতীয়পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম ও দ্বিতীয় পত্র, ভূগোল প্রথম ও দ্বিতীয়পত্র, গার্হস্থ অর্থনীতি প্রথম ও দ্বিতীয়পত্র। পাঠ্যপুস্তক উপহার পাওয়া শিক্ষার্থী রাত্রি আক্তার বলেন, 'আমি যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাকে পাঠ্যবই উপহার হিসেবে দিয়েছেন। আমার জীবনে এমন বড় উপহার আজীবন স্মরণ রাখব। বই উপহার দেয়ার সময় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেরাণীগঞ্জ কমিটির অর্থবিষয়ক সম্পাদক মোরসালিন হোসেন ও আন্তর্জাতিক বিষয় সম্পাদক সায়মন চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে যত বেশি বই পাঠে উৎসাহিত করা যাবে, ততই তারা জ্ঞানসমৃদ্ধ হবে। দেশকে নেতৃত্ব দেয়ার, তরুণ প্রজন্মকে যোগ্য করে তোলার অন্যতম হাতিয়ার বই। সুন্দর দেশ গড়তে চাইলে, দেশকে ভালোবাসলে, নিজেকে ভালোবাসলে, জ্ঞানী হতে চাইলে, আলোকিত মানুষ হতে হলে অবশ্যই বই পড়তে হবে। তাই প্রতিটি উপহার হোক বই। তবেই সবার জীবন হবে সুন্দর।

কলাতিয়া ডিগ্রি কলেজের গরিব অথচ মেধাবী শিক্ষার্থী রাত্রি আক্তারকে পাঠ্যপুস্তক উপহার দেয়া হয় যাতে সে উচ্চ শিক্ষা থেকে পিছিয়ে না থাকে। ফ্রেন্ডস ফোরাম কেরাণীগঞ্জের সভাপতি কাওসার আহমেদ বলেন, যত রকমের উপহার রয়েছে তার মধ্যে বই এবং ফুলের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। ফুল মানুষের মনকে প্রফুলস্নতা দেয় আর বই পাঠে মানুষের সচেতনতা বাড়ে, মানবিকতার বিকাশ ঘটে। সুশিক্ষিত সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য পাঠাভ্যাসের দরকার রয়েছে। আর এ জন্য গঠনমূলক সব ধরনের বই পড়ার কোনো বিকল্প নেই। কেবল বই দিয়েই প্রজন্মের মাঝে একটি বড় বিপস্নব ঘটানো যায়। তিনি আরও বলেন, কেরাণীগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের পাশে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সবসময় বন্ধু হিসেবে রয়েছে। আগামীতে শিক্ষার্থীদের যেকোনো শিক্ষা সামগ্রী প্রয়োজনে ফ্রেন্ডস ফোরাম পাশে থাকবে। উপজেলা নির্বাহী অফিসার ও ফ্রেন্ডস ফোরাম কেরাণীগঞ্জের উপদেষ্টা রিনাত ফৌজিয়া জানান, যায়যায়দিন পাঠকপ্রিয় এবং সুপরিচিত একটি পত্রিকা যার জনপ্রিয়তা দেশজুড়ে। আর কেরাণীগঞ্জ যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম তার ধারক ও বাহক এবং এ সংগঠনটি কেরাণীগঞ্জে ব্যতিক্রমী সব কার্যক্রম পরিচালনা করছে যা সমাজের মানুষের কল্যাণের জন্য। এমন সংগঠনে কাজের অংশীদার হওয়া অত্যন্ত আনন্দের বিষয়। সামনের দিনগুলোতেও যেকোনো সহযোগিতার জন্য পাশে থাকার কথা বলেন। কলেজের মেধাবী শিক্ষার্থীকে পাঠ্যপুস্তক উপহার হিসেবে দেয়ার জন্য ফ্রেন্ডস ফোরামের সদস্যদের ধন্যবাদ জানান।

সাধারণ সম্পাদক

ফ্রেন্ডস ফোরাম কেরাণীগঞ্জ, ঢাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে