সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে এবং তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যসচিব মো. ফরহাদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস ছালাম, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্যসচিব ও তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী খন্দকার, দেবীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু বকর, জে আই কলেজের অধ্যক্ষ মো. সোলায়মান হোসেন কবির, তাড়াশ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মেহেরুল ইসলাম বাদল, ভায়াট ভি এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. সাইদুর রহমান, প্রভাষক মো. আব্দুল কাদের, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, মাটিয়া মালিপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জয়নুল আবেদিন, নোলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য প্রভাষক সুলতান মাহমুদ জাহিদ, শিক্ষক মো. রেজাউল করিম। আলোচনা সভা শেষে শিক্ষকদের দাবী সংবলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয়। সবশেষে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃত স্বরূপ ছয়জন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম তাড়াশ, পাবনা।