বিশ্ব শিক্ষক দিবস পালিত

পূর্বধলায় শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ০০:০০

মো. জায়েজুল ইসলাম
শিক্ষক দিবসে শিক্ষকের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ফ্রেন্ডস ফোরাম পূর্বধলার বন্ধুরা
নেত্রকোনা জেলার পূর্বধলায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে 'শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার স্টেশন রোডস্থ ফ্রেন্ডস ফোরামের কার্যালয়ে ফুল দিয়ে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা উপজেলা শাখার আহ্বায়ক পূর্বধলা মডেল সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকির আহমদ খান কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা ও ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জায়েজুল ইসলাম, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শওকত খান, সহকারী শিক্ষক কানন বালা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশকাকুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীস আরা খানম, বোটের ঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন আক্তার খানম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলীমা রায়, সহকারী শিক্ষক আফরোজা বেগম, সহকারী শিক্ষক সুরাইয়া আক্তার, সহকারী শিক্ষক রওশন আরা, সহকারী শিক্ষক সুমিতা আক্তার প্রমুখ। এ সময় ফ্রেন্ডস ফোরামের পক্ষে পূর্বধলা হাসপাতালের স্বাস্থ্য সহকারী মুসলিমা চৌধুরী মাজু ও শিশু শিক্ষার্থী সারামনি এবং গল্পমনি জাতি গড়ার কারিগর উপস্থিত শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে কবিতা, আবৃতি, ইসলামী সঙ্গীত ও গান পরিবেশন করা হয়। এছাড়া একই দিনে ফোরামের পক্ষ থেকে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোতালিবসহ উপস্থিত শিক্ষকদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে কলম উপহার দেন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো. জায়েজুল ইসলাম। উপদেষ্টা ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা, নেত্রকোনা।