বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ভালুকায় গাছের চারা রোপণ অভিযান

সফিউলস্নাহ আনসারী
  ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
ফ্রেন্ডস ফোরামের উদোগে ভালুকায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

ভালুকায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের গাছের চারা রোপণ অভিযান ও শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ গাছের চারা বিতরণ করা হয়। সোমবার ৩০ সেপ্টেম্বর দুপুরে পাড়াগাঁও বড়চালা মাদরাসা প্রাঙ্গণে চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ভালুকা উপজেলা শাখার উপদেষ্টা কবি ও গণমাধ্যমকর্মী সফিউলস্নাহ আনসারী। ফোরামের আহ্বায়ক শফিকুল ইসলাম মাস্টার বলেন, ভালুকা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম গঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক কাজক্রমের অংশ হিসেবে চারাগাছ রোপণ কর্মসূচি পালন করছে এবং তা প্রত্যন্ত জনপদে প্রশংসিত হচ্ছে। এ বছর চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে এখন পর্যন্ত বিভিন্ন প্রজাতির পাঁচশত চারা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। বিতরণের পূর্বে গাছের উপকারিতার বিষয় নিয়ে আলোচনা করা হয়। চারা বিতরণ ও রোপণের পূর্বে গাছের প্রয়োজনীয়তা নিয়ে বক্তারা বলেন, পৃথিবীতে যত বেশি পরিমাণ গাছের চারা রোপণ করা হবে, প্রকৃতি তত বেশি সজীব থাকবে এবং পরিবেশ নির্মল থাকবে। এই গাছ জ্বালানির কাজেও প্রয়োজন হয়। বর্তমানে অত্যধিক শিল্প-কর্মের প্রসার ঘটার কারণে অযথাই গাছ কাটা হচ্ছে। এর ফলে সব জীবজগত প্রায় হুমকিতে আছে। একদিকে যেমন গাছ কাটা হচ্ছে আবার অন্যদিকে বড় বড় বনাঞ্চল দাবানলে পুড়ে ধ্বংস হচ্ছে। ফলে পৃথিবীতে গাছের সংখ্যা দিন দিন ক্রমশ হ্রাস পাচ্ছে। এর বিরূপ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে, ঝড়ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, বন্যা, খরা প্রভৃতি দিন দিন বেড়েই চলছে। কাজেই গাছের প্রতি আমাদের সবারই যত্নবান হওয়া উচিত।

উক্ত কর্মসূচিতে অংশ নেন ফোরামের পৃষ্ঠপোষক ও মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষক তরিকুল ইসলাম, ফোরামের সদস্য-সচিব কবি ও গীতিকার চাষা জহির, ইঞ্জিনিয়া মাহমুদ, সদস্য সাইফুল ইসলাম, মাদরাসার ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা আবুল কাশেম, ফোরামের সদস্য হাবিব জিহাদী, খালিদ জামিল কাব্য, সিরাজুল ইসলাম প্রমুখ।

উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম ভালুকা, ময়মনসিংহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে