টাঙ্গাইলে চলছে সবুজায়ন কর্মসূচি
প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
মো:কবির হোসেন
সবুজে সাজাই বাংলাদেশ স্স্নোগানে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম টাঙ্গাইলের বন্ধুরা বি এস বিশ্বেশ্বরী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পালন করা হয় গাছের চারা রোপণ কর্মসূচি। অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও কোমলমতি শির্ক্ষাথীরা। চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত বিদ্যালয় বি এস বিশ্বেশ্বরী উচ্চবিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নমিতা মৌলিক বিদ্যালয় আঙ্গিনাতে গাছের চারা রোপণ করেন। গাছের চারা রোপণের পূর্বে আলোচনা সভায় গাছের প্রয়োজনীয়তা বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করা হয়।
গাছের চারা রোপণ, শহরের সবুজায়ন, বাগান তৈরি, নদী ও উপকূলে বনায়ন করা জরুরি হয়ে পড়েছে। শিল্পকারখানার বর্জ্য, পলিথিন বর্জ্য, ইলেকট্রনিক বর্জ্য, মিউনিসিপ্যাল বর্জ্য, মেডিকেল বর্জ্য, গৃহস্থালি বর্জ্য, কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক প্রভৃতি নদী, খাল, বিলের পানিকে প্রতিনিয়ত দূষিত করছে। খাল-নদী প্রাকৃতিক জলাশয় দখল করে প্রাকৃতিক জলাধার ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে ফলে জলাধার কমে জলোচ্ছ্বাস বেড়ে যাচ্ছে। এ কারণে পৃথিবীর জলজ পরিবেশ বিনষ্ট হচ্ছে; ধ্বংস হয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পানীয় জলের সংকট অনেক তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অতি উন্নত মাটি দূষণ, শব্দদূষণ, তেজস্ক্রিয়তা প্রভৃতি ক্রমাগত পৃথিবীর পরিবেশকে বসবাসের অনুপযোগী করে তুলছে।
গাছের চারা বিতরণে ও রোপণের সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আন্জুমান আরা বেগম, ধর্ম বিষয়ক শিক্ষক মো. রহমত আলী, সহকারী শিক্ষক মো. কায়সার হামিদ, মো. ইবনে সিনা, মো. আলমগীর হোসাইন, গ্রন্থাগারিক মৌসুমি চক্রবতী, সহকারী শিক্ষক রুবি আক্তার, কমল সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন। বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন লামিয়া, আওয়াল, আব্দুলা, আতিক, রাসেল, সোহান, সিয়াম প্রমুখ। শিক্ষক মো.রহমত আলী বলেন, বেশি করে ফল জাতীয় গাছ রোপণ করতে হবে যেন মানুষ এবং পাখিরা সেই গাছ থেকে ফল খেতে পারে। রাস্তার পাশেও বনজ গাছ রোপণ করতে হবে যেন পথিক ছায়া নিতে পারে।
সাধারণ সম্পাদক, ফ্রেন্ডস ফোরাম টাঙ্গাইল