ঘোড়াঘাটে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ
প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
মো. শফিকুল ইসলাম শফি
গাছ লাগান পরিবেশ বাঁচান- এই স্স্নোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে উপজেলার ডুগডুগীহাট (পুড়ইল) দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়াও বিদ্যালয় মাঠে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাছ আমাদের কী কাজে লাগে, পরিবেশ রক্ষার্থে গাছের ভূমিকা শীর্ষক মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের সম্যক ধারণা দেওয়া হয়। মানুষ গাছের ওপর কতটা নির্ভরশীল সে বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেন স্কুলের শিক্ষকবৃন্দ এবং ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা। চারা বিতরণের পূর্বে গাছের প্রয়োজনীয়তা নিয়ে বক্তারা বলেন, পৃথিবীতে যত বেশি গাছের চারা রোপণ করা হবে, পরিবেশ তত বেশি সুন্দর হবে। একদিকে গাছ কাটা অন্যদিকে দাবানলে পুড়ে ধ্বংস হচ্ছে বনভূমি। ফলে পৃথিবীতে গাছের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে জীবজগতের বেঁচে থাকার জন্য পরিবেশ বিনষ্ট হচ্ছে। বিশেষজ্ঞদের মতে একটি দেশের মোট আয়তনের অন্তত পঁচিশ ভাগ বনভূমি থাকা আবশ্যক। কিন্তু আমাদের বাংলাদেশে মাত্র ৯ শতাংশের মতো বনভূমি আছে। পরিবেশ রক্ষার্থে প্রতিটি দেশের জন্য বনভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ বিজ্ঞানীরা বলেন, একটি গাছ মাটি থেকে প্রয়োজনের অতিরিক্ত যে পানি গ্রহণ করে এবং সেই অতিরিক্ত পানি বাষ্প আকারে বাতাসে ছেড়ে দেয়; ফলে পরিবেশ শীতল থাকে। যার ফলে শুধু বনভূমিই নয়, শহরেও যেসব এলাকায় বেশি গাছ থাকে সেসব এলাকা তুলনামূলক শীতল থাকে। অন্যদিকে গাছ বাতাস থেকে পর্যাপ্ত পরিমাণ কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে সুস্থ রাখে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউনেপের মতে, বিশ্ব জলবায়ু পরিবর্তন বা উষ্ণায়নের জন্য যেসব বিষয় দায়ী তার মধ্যে উলেস্নখযোগ্য হচ্ছে বৃক্ষরাজির নিধন যজ্ঞ। জলবায়ুর ক্রমশ উষ্ণতার জন্য ২০ ভাগ দায়ী করা হয় পৃথিবীতে বন ধ্বংসের ধারাবাহিক কার্যক্রমকে।
চারা বিতরণ অনুষ্ঠানে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ঘোড়াঘাট উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক কবি মোকছেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ফোরামের সদস্য-সচিব জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত চলচিত্র নির্মাতা কাজী আবু সাহাদ চৌধুরী, সদস্য মশিউর রহমান, জুলফিকার জান্নাত চৌধুরী, মো. মনোয়ার হোসেন, যায়যায়দিন প্রতিনিধি ও উপদেষ্টা মো. শফিকুল ইসলাম শফি, ডুগডুগীহাট (পুড়ইল) দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী, সহকারী প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক সেলিম রেজা প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা রবিউল আলম নয়ন।
উপদেষ্টা, ফ্রেন্ডস্ ফোরাম ঘোড়াঘাট, দিনাজপুর।