জাকির আহমদকে শুভেচ্ছা স্মারক প্রদান
প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
মো. জায়েজুল ইসলাম
যায়যায়দিন পত্রিকার লেখক পাঠক ও শুভানুধ্যায়ীদের সংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পূর্বধলার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষক জাকির আহমদ খান কামাল। তিনি দীর্ঘদিন সুনামের সহিত চাকরিজীবনের অবসান ঘটিয়ে অবসরে গেলেন। গত ২৯ সেপ্টম্বর ছিল তার শেষ কর্মদিবস। তার অবসর উপলক্ষে শেষ কর্মদিবসে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও এসএমসির উদ্যোগে বিদ্যালয় চত্বরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন শিক্ষকসহ অন্যান্য অতিথিরা। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগেও পূর্বধলার বন্ধুদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর (ইউআরসি) মো. মতিউর রহমান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়োব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক রহুল আমিন, জাকির আহমদ খান কামালের সহধর্মিণী মোসলেমা চৌধুরী মাজু, প্রধান শিক্ষক মাকসুদুল আলম, প্রধান শিক্ষক আলী উসমান, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সেলিম, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সহকারী শিক্ষক নূরুজ্জামান মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম তুষার ও সহকারী শিক্ষক কানন বালা। কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তার ও মানপত্র পাঠ করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী প্রভাত শাহ। আলোচনা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে। ফোরামের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন পূর্বধলা প্রেস ক্লাবের সভাপতি, ফোরামের উপদেষ্টা জুলফিকার আলী শাহীন, সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো. জায়েজুল ইসলাম, সাংবাদিক মোস্তাক আহমেদ খান, মো. শাহীন খন্দকার, ফোরামের সদস্য মো. আলমগীর হোসেন প্রমুখ।
বিদায়ী প্রধান শিক্ষক জাকির আহমদ খান কামাল তার বক্তব্যে দীর্ঘ কর্মজীবনে অনিচ্ছাকৃত ভুলক্রটিগুলো ক্ষমাসুন্দর সৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানান। সেই সাথে উপজেলার সব শিক্ষককে ঐক্যবদ্ধভাবে পথ চলা ও শিক্ষকতায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি ১৯৮৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১৯৯৩ সালে উপজেলার পূর্ব পাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন। একজন সফল প্রধান শিক্ষক হিসেবে তিনি উপজেলা পর্যায়ের ৬বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। বেসরকারি সংস্থা বিএসবি ফাউন্ডেশন কর্তৃক দুইবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও সম্পৃক্ত আছেন। তিনি শিক্ষক নেতা হিসেবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পূর্বধলা উপজেলা শাখার সভাপতির পদেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা শাখার শুরু থেকেই সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শিক্ষকতার পাশাপাশি পূর্বধলা প্রেস ক্লাবের সদস্য হিসেবে জাতীয় দৈনিকসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লিখে আসছেন। তার লেখনীতে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন গঠনমূলক লেখা ও নানা বৈষম্যের কথা তুলে ধরায় প্রশংসিত হয়েছেন।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা, নেত্রকোনা।