রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় যায়যায়দিন পত্রিকার লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের সহযোগী সংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গঙ্গাচড়া প্রতিনিধি মোস্তাকিম আলম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই ফ্রেন্ডস ফোরামের গঠনতন্ত্রের আলোকে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। 'বন্ধুত্ব করি, দেশ গড়ি'- সেস্নাগান নিয়ে পথ চলা ফ্রেন্ডস ফোরাম পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
কার্যক্রমগুলোর মধ্যে যে বিষয়গুলো থাকবে তা হলো আবৃত্তি, বিতর্ক, নাচ, গান, ছবি আঁকা ও লেখালেখিসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের চর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এবং প্রয়োজনে এসব বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহণের পাশাপাশি রক্তদাতাদের ডাটাবেইজ তৈরি করা, সড়কে গাড়ি দুর্ঘটনা হ্রাসকল্পে চালক-পথচারী সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হবে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা কর্মসূচি গ্রহণ করা, এইডসসহ বিভিন্ন মারাত্মক ব্যাধি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে কর্মসূচি গ্রহণ করা, সর্বোপরি জনকল্যাণমূলক যে কোনো কর্মসূচি গ্রহণ করা হবে। দলমত নির্বিশেষে নানা শ্রেণিপেশার মানুষের ভালোবাসায় এই বন্ধু সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে ২১ সদস্যের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। আহ্বায়ক-মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-আহ্বায়ক-মো. রবিউল ইসলাম, মো. শাকিল আকবর ও মো. আব্দুল হান্নান, সদস্য-সচিব : মো. রজব আলী, যুগ্ম-সদস্য-সচিব :সান্তনা রানী রায় ও মো. আব্দুল বারি বাবু, সম্মানিত সদস্য-মো. রেজাউল কবীর, মো. আফছারুল ইসলাম, মো. ইমরুল কায়েস, মো. জহুরুল হক, মো. মাসুদ রানা, মো. মোস্তাফিজার রহমান, মো. দ্বীন মোহাম্মদ হৃদয়, মো. মানিক মিয়া, মো. ওমর ফারুক, মো. সিদ্দিকুর রহমান, মো. নুর ইসলাম নোবেল, মোছা. হোসনেআরা পারভীন হেমা, মো. উজ্জ্বল ও মো. আলী ইশরাক রাহাত।
উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম গঙ্গাচড়া, রংপুর