বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

সত্যানুসন্ধানী বন্ধুদের সাংস্কৃতিক আয়োজন

জাহিদ হোসেন বাবু
  ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগীয় সম্পাদকসহ কেন্দ্রীয় ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা

সত্যানুসন্ধানী মানুষকে নিয়ে পথচলা সংগঠন সত্যব্রত ফাউন্ডেশন। সুফি সাধক শেখ আব্দুল হানিফ আশীর্বাদপুষ্ট সত্যব্রত ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে গত ১২ আশ্বিন ১৪৪১ বঙ্গাব্দ ২৭ সেপ্টেম্বর শুক্রবার, ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। মহান সাধকের আশীর্বাদ কামনায় ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। 'সত্যমানুষ যুগে যুগে' বিষয়ের ওপরে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক খালেদা খানম রুনু, নির্বাহী সভাপতি সৈয়দ শামসুর রহমান বিপস্নব, সহ-সভাপতি আবু ইসহাক রাজু, মহাসচিব ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন বাবু, সদস্য ডা. আ জ ম দৌলত আল মামুন, সদস্য শহিদুলস্নাহ ইমরান, সদস্য শাহজাদা আব্দুল বারী ও অতিথি সাদিকুল আমিন সুজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু। অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক সঙ্গীতশিল্পী অর্জুন কুমার বিশ্বাস ও শামীম আরা বেগম দিশা, সদস্য আফরিনা আক্তার, বিজয় কৃষ্ণ মন্ডল প্রমুখ। আলোচকরা দেশে শান্তি প্রতিষ্ঠায় মহামানবগণের আদেশ, উপদেশ ও নিষেধ তুলে ধরেন। যুগে যুগে মহামানবগণ পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং মানুষ তথা সব সৃষ্টির সেবায় কাজ করে গেছেন। মানুষকে সহজ, সরল ও সত্যের পথ দেখিয়েছেন। সত্য মানুষকে আলোর পথে পরিচালিত করে এবং মিথ্যা মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। সাধকগণ মানুষের সাথে মানুষের প্রতারণার বিষয়ে সাবধান করে গেছেন। নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারন-লালন-পালন করে দেশপ্রেমবোধে উজ্জীবিত হয়ে দেশের সেবায় নিয়োজিত হয়ে শান্তির পথে অবগাহন করতে হয়। ধর্ম, বর্ণ, গোত্রের বিভেদ ভুলে 'সবার উপরে মানুষ সত্য' এই আদর্শ নিজের মাঝে ধারণ করে মানুষসহ সৃষ্টিজগতের কল্যাণে নিবেদিত হলেই সত্যমানুষ হওয়ার পথে ধাবিত হওয়া যায়। মঙ্গল প্রদীপ ও আগরবাতি প্রজ্ব্বলনের মাধ্যমে জগতের সব প্রাণের জন্য শুভ কামনা করা হয়। এরপর প্রধান পৃষ্ঠপোষকের নেতৃত্বে শিশুদের অংশগ্রহণে ফাউন্ডেশনের শুভ জন্মদিনে কেক কাটা হয়। এরপর সঙ্গীতশিল্পী অর্জুন কুমার বিশ্বাস ও সত্যব্রতের শিল্পীদের অংশগ্রহণে ভাবসঙ্গীত ও সুরের জগতে অবগাহন করেন উপস্থিত সবাই। সর্বশেষে সবার মাঝে সত্যব্রত সেবা বিতরণের মধ্য দিয়ে শান্তি সমাবেশের মুলতবি করা হয়।

যুগ্ম আহ্বায়ক

ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে