নালিতাবাড়ীতে ফলদ গাছের চারা রোপণ

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মো. আমিনুল ইসলাম
ফ্রেন্ডস ফোরাম নালিতাবাড়ীর বন্ধুরা গাছের চারা রোপণ করছেন
বন্ধুত্ব করি, দেশ গড়ি- এই শ্লোগানে সবুজ সুফলা সবুজ বনায়নে দেশ গড়ার এই প্রত্যয়ে শেরপুরের নালিতবাড়ী ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে ফরহাদ ক্যাডেট একাডেমি চত্বরে ফলদ গাছের চারা রোপণ করা হয়েছে। চারা রোপণের পূর্বে কেন গাছ লাগাতে হবে, সে বিষয় নিয়ে ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন। বিশেষজ্ঞদের মতে, প্রত্যেকটি দেশের মোট আয়তনের অন্তত ২৫ ভাগ বনভূমি থাকা আবশ্যক। আমাদের দেশে বনভূমি আছে মাত্র ৯ শতাংশের মতো। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রতিরোধের জন্য গাছ লাগানো জরুরি হলেও আমরা তা করছি না। ফলে বনভূমি কমার সঙ্গে সঙ্গে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। জলবায়ু ক্রমশ উষ্ণতার দিকে যাচ্ছে, যার জন্য ২০ ভাগ দায়ী করা হয় পৃথিবীতে বন ধ্বংসের ধারাবাহিক কার্যক্রমকে। ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে ফরহাদ একাডেমি চত্বরে ফ্রেন্ডস ফোরাম ও ফরহাদ একাডেমির পরিচালক রেজাউল করিম, উপজেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম ও আ. মান্নান মান্না ফলদ গাছের চারা রোপণ করেন। এ সময় ফরহাদ ক্যাডেট একাডেমির সহকারী পরিচালক নারগীস পারভীন, প্রধান শিক্ষক তুহিন আহমেদ, সহকারী শিক্ষক জিমুসহ অন্য সহকারী শিক্ষক ও ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা উপস্থিত ছিলেন। উপদেষ্টা ফ্রেন্ডস ফোরাম নালিতাবাড়ি, শেরপুর।