শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

চাঁদপুরে গাছের চারা রোপণ

পি এম বিলস্নাল
  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ফ্রেন্ডস ফোরাম চাঁদপুরের বন্ধুরা ফুল গাছের চারা রোপণ করছেন

গাছ লাগান, পরিবেশ বাঁচান- এই শ্লোগানে চাঁদপুর ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়। পৃথিবীতে যত বেশি গাছের চারা রোপণ করা হবে, তত বেশি পরিবেশ সুন্দর হবে। আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয়, তা আমরা গাছ থেকেও পাই। গাছ ছাড়া প্রাণিজগৎ বেঁচে থাকা অসম্ভব। এই গাছ জ্বালানির কাজেও প্রয়োজন হয়। গাছের কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়। বর্তমানে শিল্প-কর্মের প্রসার ঘটার কারণে অযথা গাছ কাটা হচ্ছে। এর ফলে সব জীবজগতের ওপর হুমকি হয়ে দেখা দিচ্ছে। একদিকে গাছ কাটা, অন্যদিকে দাবানলে পুড়ে ধ্বংস হচ্ছে বনভূমি। ফলে পৃথিবীতে গাছের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। এর বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ঝড়ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, বন্যা, খরা প্রভৃতি দিন দিন বেড়েই চলছে। কাজেই গাছের প্রতি আমাদের সবারই যত্নবান হওয়া উচিত। প্রয়োজনীয় অক্সিজেনকে আমরা কেন রোপণ করছি না? অর্থাৎ উৎপাদন করছি না কেন? এখন সময় এসেছে অক্সিজেন রোপণ করার। প্রকৃতিতে অক্সিজেন উৎপাদন করে বৃক্ষরাজি গাছপালা, লতাপাতা। গত সোমবার পিএম বিলস্নাল ও উওম দাশের নেতৃত্বে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে ডিএন উচ্চ বিদ্যালয় (দ্বারকানাথ) প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক উত্তম দাশ, সদস্য মানস সাহা, মো. সিয়াম, আরমান হোসেন, সাকিবুল হোসেন প্রমুখ।

আহ্বায়ক

ফ্রেন্ডস ফোরাম চাঁদপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে