কটিয়াদীতে ঈদে মিলাদুন্নবী পালিত
প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হাম-নাত, কিরাত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মাসুম পাঠান সভাপতিত্ব করেন। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলামের সঞ্চালনা করেন। এতে বক্তব্য রাখেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ সাইদুল হক বিএসসি, উপদেষ্টা মাওলানা আব্দুল কাদির, কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইফতেদায়ী প্রধান মাওলানা ইউসুফ আলী, ফ্রেন্ডস ফোরামের প্রচার সম্পাদক শাহানা বেগম, ফ্রেন্ডস ফোরামের সদস্য নাভীন তাবাসসুম বাঁধন, মহরম আলী, উবাদুর রহমান তমাল প্রমুখ। এ সময় ২ শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দে ঠিক একই তারিখে ৬৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এই দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকে। আলোচনার শেষে দোয়া পরিচালনা করেন কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইফতেদায়ী প্রধান মাওলানা ইউসুফ আলী।
উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম কটিয়াদী, কিশোরগঞ্জ