গাছ লাগান পরিবেশ বাঁচান- এই স্স্নোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে উপজেলার ডুগডুগীহাট (পুড়ইল) দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির সব শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন জাতের আমগাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়াও বিদ্যালয় মাঠে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা ও শিক্ষার্থীরা আম, গোলাপজাম ও চালতা গাছের চারা রোপণ করেন। ২২ সেপ্টেম্বর বেলা ১১টায় এসব গাছের চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ঘোড়াঘাট উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক কবি মোকছেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- ফ্রেন্ডস ফোরামের সদস্যসচিব জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত চলচিত্র নির্মাতা কাজী আবু সাহাদ চৌধুরী, সদস্য মশিউর রহমান, জুলফিকার জান্নাত চৌধুরী, মো. মনোয়ার হোসেন, যায়যায়দিন প্রতিনিধি ও উপদেষ্টা মো. শফিকুল ইসলাম শফি, ডুগডুগীহাট (পুড়ইল) দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী, সহকারী প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক সেলিম রেজা প্রমুখ।
চারা বিতরণ ও রোপণের পূর্বে গাছের প্রয়োজনীয়তা নিয়ে বক্তারা বলেন, পৃথিবীতে যত বেশি গাছের চারা রোপণ করা হবে, তত বেশি পরিবেশ সুন্দর হবে। মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে। পরিবেশ সুন্দর থাকলে মানুষও ভালো থাকবে। মানুষের বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয়, তা গাছই মিটিয়ে দেয়। মানুষসহ অন্যান্য প্রাণিজগৎ যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, তা দিয়ে গাছ সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে। গাছ ছাড়া প্রাণিজগৎ বেঁচে থাকা অসম্ভব। এই গাছ জ্বালানির কাজেও প্রয়োজন হয়। বর্তমানে শিল্প-কর্মের প্রসার ঘটার কারণে অযথা গাছ কাটা হচ্ছে। এর ফলে সব জীবজগতের ওপর হুমকি হয়ে দেখা দিচ্ছে। একদিকে গাছ কাটা অন্যদিকে দাবানলে পুড়ে ধ্বংস হচ্ছে বনভূমি। ফলে পৃথিবীতে গাছের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। বিরূপ প্রতিক্রিয়া ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ঝড়ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, বন্যা, খরা প্রভৃতি দিন দিন বেড়েই চলছে। কাজেই গাছের প্রতি আমাদের সবারই যত্নবান হওয়া উচিত। অক্সিজেন তো রোপণ করা যায় না। আবার একে চোখেও দেখা যায় না। অনুভব করা যায়। গ্রহণ করা যায়। অভাব হলে বোঝা যায়। অনেক বেশি ঘাটতি হলে প্রাণ যায়। যত বেশি গাছ রোপণ করা হবে, তত বেশি অক্সিজেন উৎপাদন হবে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা রবিউল আলম নয়ন।
উপদেষ্টা
ফ্রেন্ডস্ ফোরাম ঘোড়াঘাট, দিনাজপুর।