আমেরিকান ওয়েলনেস সেন্টারের স্বাস্থ্যবিষয়ক সেমিনার সহযোগিতায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

জ্যোতিষ সমাদ্দার বাবু
স্বাস্থ্যবিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন এডবিস্নউসির উপদেষ্টা মুহাম্মদ ইমতিয়াজ। মঞ্চে উপবিষ্ট বাঁ থেকে যায়যায়দিনের সিনিয়র ম্যানেজার নুরুল হক, সহকারী সম্পাদক সালাম সালেহউদ্দীন, এডবিস্নউসির চেয়ারম্যান মো. মাহবুবুল হক, চিকিৎসক ডা. এজাজ মাহমুদ ও পুষ্টিবিদ রুথিকা ইসলাম রশনি
শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে, সব কাজও সুন্দরভাবে হয়। সুস্থভাবে বেঁচে থাকার জন্য কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। মানুষের শরীর একটি মেশিনের মতো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহের অঙ্গ-প্রতঙ্গের বিশেষ পরিবর্তন হয়, কর্মক্ষমতা কমতে থাকে। মানবদেহের যে কোষগুলো থাকে, এর পরিবর্তন হয়। স্বাস্থ্যসম্মত খাবার, ব্যায়াম, থেরাপি ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সুস্থ থাকা যায়। তাই এ বিষয় বিবেচনায় নিয়ে যায়যায়দিন কার্যালয়ে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় 'ওষুধমুক্ত সুস্থ জীবন' এই স্স্নোগানে আমেরিকান ওয়েলনেস সেন্টারের আয়োজনে স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় গত বুধবার ২৫ সেপ্টেম্বর। এই সেমিনারের মাধ্যমে যায়যায়দিন পরিবারের সবাই যে সুবিধা পাবেন, তা হলো এক বছর মেয়াদের পারিবারিক স্বাস্থ্যসেবা, যেখানে কনসালটেন্সি ফি সম্পূর্ণ ফ্রি এবং বিভিন্ন ডায়াগনস্টিক টেস্ট ও ফুড সাপিস্নমেন্টে বিশেষ ছাড় থাকবে। এই সুবিধা বছরান্তে বাড়ানো যাবে। আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মো. মাহবুবুল হকের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যায়যায়দিনের সহকারী সম্পাদক সালাম সালেহউদ্দীন, আমেরিকান ওয়েলনেস সেন্টারের উপদেষ্টা ও গণমাধ্যম-ব্যক্তিত্ব মুহাম্মদ ইমতিয়াজ, চিকিৎসক ডা. এজাজ মাহমুদ, যায়যায়দিনের সিনিয়র ম্যানেজার মো. নুরুল হক, হেড অব মার্কেটিং মো. ইব্রাহীম খলিল স্বপন, ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু। রোগের প্রতিকার সম্বন্ধে জানতে চান যায়যায়দিনের সার্কুলেশন ম্যানেজার বিল্‌লাল হোসাইন, ডেপুটি ম্যানেজার সার্কুলেশন খন্দকার আবদুর রশিদ লিটন, সহকারী ম্যানেজার মোস্তাফিজুর রহমান শামীম প্রমুখ। সেমিনারের পূর্বে যায়যায়দিন পরিবারের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হিসেবে বস্নাড প্রেসার, ডায়াবেটিস ও রক্তের এইচ আর চেকআপ করা হয়। এই সেমিনারে যায়যায়দিন পরিবারের সব সেকশনের লোকজনসহ ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা উপস্থিত ছিলেন। সেমিনার সঞ্চালনায় ছিলেন- আমেরিকান ওয়েলনেস সেন্টারের পুষ্টিবিদ রুথিকা ইসলাম রশনি। সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন- আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মো. মাহবুবুল হক। তিনি খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলের মাধ্যমে কীভাবে অসংক্রামক রোগ- যেমন ক্যানসার, ডায়াবেটিস, হৃদরোগ এবং কিডনি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়াও আমেরিকান ওয়েলনেস সেন্টারের ইনচার্জ অব মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিংয়ের এস এইচ এ জালিশ, সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট শমিক রেহান প্রিয়ম, নার্স মোশাররফ হোসেন ও অমিতা চাকমা এবং অনুষ্ঠান সহকারী হিসেবে ছিলেন- শামসুল হুদা রানা। সেমিনারের অংশ হিসেবে স্বাস্থ্য-বিষয়ক একটি ডকুমেন্টারি ও প্রেজেন্টেশন প্রদর্শিত হয়। এ ছাড়াও উপস্থিত অতিথিদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়। বাংলাদেশে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সম্পূর্ণ প্রাকৃতিক ও সমন্বিত চিকিৎসা পদ্ধতি নিয়ে ধানমন্ডিতে চালু করা হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন আমেরিকান ওয়েলনেস সেন্টার। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য রোগের সাময়িক চিকিৎসা নয়; বরং রোগের প্রকৃত কারণ নির্ণয় করে চিকিৎসা দেওয়া, যাতে একজন রোগী সারাজীবন সুস্থ থাকতে পারেন। প্রচলিত ওষুধ ছাড়াও প্রাকৃতিক ওষুধ, আন্তর্জাতিক মানের বিভিন্ন থেরাপি ও আমেরিকান ফুড সাপিস্নমেন্টসহ ক্লিনিক্যাল ও ন্যাচারাল চিকিৎসা সহায়তা প্রদান করছে। পাশাপাশি পুষ্টিবিদদের সহায়তায় প্রতিদিনের খাবারের গাইডলাইন ও সঠিক জীবনধারা বা লাইফস্টাইল অনুসরণ করার বিষয়ে বিশেষ গুরত্ব দেওয়া হয়। এখানকার চিকিৎসকরা রিজেনারেটিভ মেডিসিন এবং নিউট্রিশন বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। খাদ্যাভাস পরিবর্তন, ওজোন থেরাপি ও হিজামা থেরাপি দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। দীর্ঘদিনের ব্যথা উপসম : রক্তে ইউরিক এসিড বেড়ে গেলে সাধারণত ব্যথা বেড়ে যায়। ওজোন থেরাপি ইউরিক এসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে ব্যথা কমাতে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে, অ্যাজমা বা হাঁপানি সমস্যার সমাধানে, ক্যানসার চিকিৎসায়, শারীরিক দুর্বলতা দূর করে এবং এনার্জি উৎপাদনে সহায়তা করে, এনজাইটি ও ডিপ্রেসন কমায়, বস্নাড প্রেসার নিযন্ত্রণ করে এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করে। একটি রোগমুক্ত সুস্থ জীবন সবাই প্রত্যাশা করে। একটি সুস্থ জাতি গঠনে সুস্থ মানুষের কোনো বিকল্প নেই। খাদ্য ও প্রকৃতির মধ্যে নিহিত রয়েছে সর্বপ্রকার ওষুধ ও সুস্থতা। আমেরিকান ওয়েলনেস সেন্টারে স্থায়ী রোগমুক্তির জন্য অনুসরণ করা হয় সমন্বিত চিকিৎসা পদ্ধতি। বিভাগীয় সম্পাদক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম।