শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
পূর্বধলায় ফ্রেন্ডস ফোরামের সভা

পাখি অবমুক্তকরণ ও ত্রাণ তহবিল গঠন

মো. জায়েজুল ইসলাম
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ফ্রেন্ডস ফোরাম পূর্বধলার বন্ধুরা বক পাখি অবমুক্ত করছেন

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য নেত্রকোনার পূর্বধলায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার স্টেশন রোডের শহীদ মিনারসংলগ্ন নোঙ্গর মিলনায়তনে গত বৃহস্পতিবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সারাদেশে ফোরামে সদস্যদের অংশগ্রহণের আহ্বানে সাড়া দিয়ে এ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের আহ্বায়ক জাকির আহমদ খান কামাল, পূর্বধলা প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, ফোরামের উপদেষ্টা মো. জায়েজুল ইসলাম, ফোরামের সদস্য মুসলিমা চৌধুরী মাজু, আজকের আরবানে স্টাফ রিপোর্টার ও ফোরামের সদস্য মো. নাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতার জন্য তহবিল গঠন করে কেন্দ্রে পাঠানোর জন্য সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এর আগে ফোরামের আহ্বায়ক, প্রকৃতিপ্রেমিক জাকির আহমেদ কামাল সবাইকে নিয়ে বক পাখি অবমুক্ত করেন।

উলেস্নখ্য, গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার যায়যায়দিন পত্রিকায় 'বক দিয়ে বক শিকার' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি তার নজরে আসলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এবাবে অবাধে বক শিকার করা হলে একদিন প্রকৃতি থেকে এই বক হারিয়ে যাবে। তাই তিনি প্রতীকীস্বরূপ শিকারিদের কাছ থেকে কয়েকটি বক কিনে তা আকাশে উড়িয়ে অবমুক্ত করে দেন। সেই সঙ্গে এভাবে অবাধে বক শিকার বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ফ্রেন্ডস ফোরামের বন্ধুদের নিয়ে পাখি শিকার বন্ধে কর্মশালার আয়োজন করবেন বলে জানানো হয়।

উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা, নেত্রকোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে