দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাথমিক শিক্ষা পদক-২৪ উপলক্ষে উপজেলাপর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. আনিসুর রহমান। তিনি ফ্রেন্ডস ফোরামের সদস্য। উপজেলা যাচাই বাছাই কমিটির মূল্যায়নে নির্বাচিত শিক্ষক আনিসুর রহমানের নাম জেলাপর্যায়ে প্রতিযোগিতার জন্য পাঠানো হবে বলে জানান উপজেলা শিক্ষা অফিসার অফিসার মো. আশরাফুল ইসলাম। আনিসুর রহমান ঘোড়াঘাট পৌরসভার লালমাটি গ্রামের মো. ইসাহাক আলীর ছেলে। এছাড়াও তিনি সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম উপজেলা কমিটির যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
২০০৯ সালে শিক্ষক হিসেবে যোগদান করেন উপজেলার কানাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি শিক্ষক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে থাকাকালে নতুন নতুন কৌশল প্রয়োগ করে পাঠদানে সহজেই কোমলমতি শিশুদের মন জয় করেন। বর্তমানে তিনি পৌরসভার দক্ষিণ জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এ বছর ব্যক্তিগত পারদর্শিতা, শিক্ষাগত যোগ্যতা, কনটেন্ট তৈরি, শিক্ষা উপকরণ তৈরি, প্রকাশনা ও ব্যবহার কৌশলসহ নানা কাজে কৃতিত্বের স্বাক্ষর রাখায় উপজেলা প্রাথমিক শিক্ষা পদক-২৪ কমিটি কাজের স্বীকৃতিস্বরূপ তাকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।
তাই শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ঘোড়াঘাট উপজেলা কমিটির পক্ষ থেকে শিক্ষক আনিসুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বুধবার ১৮ সেপ্টেম্বর উপজেলার রানীগঞ্জ বাজারের সিংড়া ইউনিয়ন পরিষদে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন সিংড়া ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেন, ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো. রবিউল আওয়াল নয়ন, যুগ্ম আহ্বায়ক কবি মোকছেদ আলী, সদস্য সচিব কাজী আবু সায়াদ চৌধুরী, সদস্য কাজী জুলফিকার জান্নাত চৌধুরী, মো. মনোয়ার হোসেন, মো. মশিউর রহমান, যোয়াকিম মালো, যায়যায়দিন প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরাম ঘোড়াঘাটের উপদেষ্টা মো. শফিকুল ইসলাম শফিসহ ফ্রেন্ডস ফোরামের অন্যান্য বন্ধুরা।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম ঘোড়াঘাট, দিনাজপুর।