গাজীপুরের বন্ধুদ্বয়ের বিবাহ-উত্তর সংবর্ধনা

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

খোন্দকার শাহিদুল হক
বন্ধুদের বিবাহ-উত্তর সংবর্ধনায় ফ্রেন্ডস ফোরাম গাজীপুর
গাজীপুর জেলার ফ্রেন্ডস ফোরামের বন্ধু মো. শাহিন ইসলামের সঙ্গে শহীদ নিয়ামত সড়ক নিবাসী মো. মামুনুর রশিদের দ্বিতীয় কন্যা তানজিলা আক্তার জীম ৭ সেপ্টেম্বর গাজীপুর শায়লা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শুভ বিবাহ-উত্তর বৌ-ভাত অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক খোন্দকার শাহিদুল হকসহ অন্য বন্ধুরা উপস্থিত হয়ে তাদের শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। মো:শাহিন ইসলাম ফ্রেন্ডস ফোরামের একজন সক্রিয় সদস্য। তার স্ত্রীর চাচা মো. ওমর ফারুক জিতু এই সংগঠনের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন। এমনকি নববধূর বড় বোন সাদিয়া আক্তার নীমও এই সংগঠনের সদস্য। এ প্রসঙ্গে ওমর ফারুক জিতু বলেন মোঃ শাহিন ইসলাম ও নববধুর পরিবারের সবাই সমাজের কল্যাণে যথেষ্ঠ অবদান রেখে আসছেন। আমাদের বিশ্বাস তারা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবেন। সংগঠনের আহ্বায়ক খোন্দকার শাহিদুল হক বলেন, বিবাহের আয়োজনের শত ব্যস্ততার মধ্যেও মোঃ শাহিন ইসলাম দেশের সাম্প্রতিক বন্যাদুর্গতদের জন্য অনেক শ্রম দিয়েছেন এবং সাংগঠনিকভাবে ত্রাণ ও অনুদান সংগ্রহ করে ঢাকায় প্রেরণে সার্বিক সহযোগিতা করেছেন। তার এই কাজটি ছিল নিঃসন্দেহে প্রশংসনীয় এবং উন্নত মনমানসিকতার পরিচায়ক। তিনি তাদের দাম্পত্যজীবনের সুখ স্বাচ্ছন্দের জন্য আন্তরিকভাবে দোয়া ও শুভকামনা করেন। তিনি এই বিবাহ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য তাদেরকে প্রতি বছর নূ্যনতম পাঁচটি করে গাছের চারা রোপনের পরামর্শ দেন। তিনি আরও বলেন যে, সম্ভব হলে প্রতি বছর বিবাহ বার্ষিকীতে এইভাবে গাছের চারা রোপণ করলে ভবিষ্যৎ বিনির্মাণে তা অত্যন্ত সহায়ক হবে। এ ছাড়াও উভয়কে সাংগঠনিক কাজে যুক্ত থেকে সমাজের উন্নয়নে অবদান রাখার পরামর্শ দেন। পরিশেষে বর-কনের জন্য দোয়াসহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আহ্বায়ক, ফ্রেন্ডস ফোরাম গাজীপুর।