মানুষের কল্যাণে কাজ করে আসা নবাগত কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ কমিটির উপদেষ্টা রিনাত ফৌজিয়া বলেন, 'মানুষের কাছে, মানুষের পাশে আমি আছি, আমি ছিলাম, মানুষের জন্য কাজ করাতেই আনন্দ। নতুন নতুন মাইলফলক ছোঁয়াবে আমাদের বন্ধুত্ব।' ঢাকার নিকটবর্তী উপজেলা কেরানীগঞ্জ। এ উপজেলার অনেক সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পরিবারের সঙ্গে যুক্ত করাতে কৃতজ্ঞতা ও বন্ধুদের ধন্যবাদ জানান। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাসুম পারভেজ, ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ কমিটির সভাপতি কাওসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান তুষার, কোষাধ্যক্ষ মোরসালিন হোসেন প্রমুখ।
উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষ ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ কমিটির সভাপতি কাওসার আহমেদ বলেন, 'আমরা সংগঠনটির পক্ষ থেকে সারাবছরই সামাজিক কাজ অব্যাহত রেখেছি। সমাজের সবচেয়ে অবহেলিতদের পাশে আমরা আছি। আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষের সহযোগিতায় এগিয়ে আসুক। ফ্রেন্ডস ফোরাম সব সময় চেষ্টা করেছে সাধারণ মানুষের প্রয়োজন মেটাতে। আর এ জন্যই পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সব সময় ফ্রেন্ডস ফোরাম তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাসুম পারভেজ জানান, 'মানুষের জন্য কাজ করাতেই আনন্দ। আমাদের কাজের বিনিময়ে, সাহায্য সহযোগিতার মাধ্যমে কারও মুখে যদি একটুখানি হাসি ফুটিয়ে তুলতে পারি সেটাতেই আনন্দ খুঁজে পাই।'
যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সম্পাদক
ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ, ঢাকা।