কটিয়াদীতে ফলদ বৃক্ষের চারা রোপণ

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মাসুম পাঠান
ফ্রেন্ডস ফোরাম কটিয়াদীর বন্ধুরা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গাছের চারা রোপণ করছেন
কিশোরগঞ্জের কটিয়াদীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কটিয়াদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে যায়যায়দিন কটিয়াদী উপজেলা প্রতিনিধি ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মাসুম পাঠানের উদ্যোগে চারা রোপণে অংশগ্রহণ করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক ডা. শামীম ভূঁইয়া, কটিয়াদীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাজেদুল ইসলাম, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. খাইরুল ইসলাম, ফ্রেন্ডস ফোরামের সদস্য ও চঝাকালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রমজান আলী, ফোরামের সদস্য মো. লিমন ইসলাম খান প্রমুখ। কটিয়াদীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ফায়ার ফাইটার মো. আবির হোসেন শান্ত, ইসমাইল হোসেন, সালমান ফার্সি ও রাখিব হোসেন, সমাজসেবক মো. মাইনুল ইসলাম, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য মো. সুজন মিয়া, মো. নাঈম মিয়া, রিয়াদুল ইসলাম রায়হান, নূর মোহাম্মদ, আরিফুল ইসলাম, মো. আকাশ মিয়া, বিজয় সূত্রধর। ফলদ বৃক্ষের চারা রোপণের সময় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা বলেন, এখন সময় গাছের চারা লাগানোর। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা বিশ্বে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। জলোচ্ছ্বাস, বন্যা, খরাসহ প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। মানুষ বাড়ছে কিন্তু প্রকৃতি থেকে বৃক্ষ হারিয়ে যাচ্ছে। তাই আমরা চারা লাগিয়ে সবুজ পৃথিবী গড়তে চাই। আসুন সবাই মিলে দেশকে আরও সুন্দর করে তুলি। বেশি করে গাছের চারা রোপণ করি। ফ্রেন্ডস ফোরাম কটিয়াদী, কিশোরগঞ্জ।