সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
সহযোগিতায় উপজেলা বন অধিদপ্তর, সাভার

সাভারে নিরিবিলি এলাকায় সবুজায়ন কর্মসূচি

ফ্রেন্ডস ফোরাম ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গাছের চারা রোপণ করছেন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু (ডানে)

গাছ প্রধানত অক্সিজেন সরবরাহ করে, বায়ুমন্ডল পরিশোধন করে, মাটির ক্ষয়রোধ করে, জীববৈচিত্র্য সংরক্ষণ করে, জলবায়ু নিয়ন্ত্রণ করে, প্রাণিজগতের খাদ্য সরবরাহ করে। প্রয়োজনে পরিপূর্ণ বয়সের গাছ কাটতে হবে; কিন্তু যে গাছটি কাটা হবে সে গাছটির অভাব পূরণ করতে পারবে সে হিসাব করে আগেই আরও গাছ লাগাতে হবে। আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয়, তা আমরা গাছ থেকেই পাই। মানুষসহ অন্যান্য প্রাণিজগৎ যে কার্বন-ডাই অক্সাইড ত্যাগ করে তা দিয়ে গাছ সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে। গাছ ছাড়া প্রাণিজগৎ বেঁচে থাকা অসম্ভব। বর্তমানে শিল্প-কর্মের প্রসারের কারণে অযথা গাছ কাটা হচ্ছে। তার ফলেই সব জীবজগতের ওপর হুমকির মুখে। একদিকে গাছ কাটা, অন্যদিকে প্রতিনিয়ত দাবানলে পুড়ে ধ্বংস হচ্ছে বনভূমি। ফলে পৃথিবীতে গাছের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। এর বিরূপ প্রতিক্রিয়ায় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ঝড়ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, বন্যা, খরা প্রভৃতি দিন দিন বেড়েই চলছে।

মানুষ এখন গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছুটা সচেতন হচ্ছে এবং আরও বেশি সচেতন করতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম দেশব্যাপী গাছের চারা রোপণ কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় বুধবার সাভারের নিরিবিলি এলাকায় আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করা হয়। সাভার উপজেলা বন অধিদপ্তর থেকে বিভিন্ন জাতের কয়েক শত চারা সংগ্রহ করা হয়। যে গাছগুলো সংগ্রহ করা হয় তার মধ্যে রয়েছে লেবু, বাতাবি লেবু, পেয়ারা, বুদ্ধ নারকেল, আমড়া, চালতা, তেঁতুল, লটকন, জাম, কাঁঠাল, মেহগনি, আমলকি, তমাল, বহেড়া, চন্দন, দেবদারু, দুলাল তুলসী, মেহেদী, বক্স বাদাম, পিচ ফল ইত্যাদি।

এইচআরসির সবুজ বাগানে গাছের চারা রোপণ করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু, যায়যায়দিনের আশুলিয়া প্রতিনিধি মো. শহীদুলস্নাহ মুন্সী, এইচআরসি গ্রম্নপের সাভারের এক্সিকিউটিভ মো. মোমিনুর রহমান প্রমুখ। গাছের চারা দিয়ে সহযোগিতা করেন সাভারের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ, উপজেলা বন কর্মকর্তা মো. মজিবর রহমান তাদের প্রতি যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানান। গাছের চারা সংগ্রহের ব্যাপারে সার্বিক দায়িত্ব পালন করেন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু এবং তাকে সহযোগিতা করেন কেন্দ্রীয় ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক অর্জুন বিশ্বাস, সাভার উপজেলা প্রতিনিধি আরজু মীর, আশুলিয়া প্রতিনিধি মো. শহীদুলস্নাহ মুন্সী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে