নিজে সবুজ থাকি, দেশকে সবুজায়ন করি, সবুজ প্রজন্ম গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কর্তৃক আয়োজিত চারাগাছ বিতরণ কর্মসূচি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ চত্বরে পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে গাছের চারা রোপণের উদ্ভুদ্ধকরণ ও ভিটামিন সি'র অভাব দূরীকরণের জন্য জলপাই, লেবু, জাম্বুরা, কদবেল, আমলকি, পেয়ারা, বেলসহ শতাধিক চারাগাছ বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, গাছ প্রধানত অক্সিজেন সরবরাহ করে, বায়ুমন্ডল পরিশোধন করে, মাটির ক্ষয়রোধ করে, জীববৈচিত্র্য সংরক্ষণ করে, জলবায়ু নিয়ন্ত্রণ করে, প্রাণিজগতের খাদ্য সরবরাহ করে। অথচ গাছ লাগানোর বেলায় প্রায়ই অবহেলা করা হচ্ছে। প্রয়োজনে পরিপূর্ণ বয়সের গাছ কাটতে হবে, কিন্তু যে গাছটি কাটা হবে, সে গাছটির অভাব পূরণ করতে পারবে, সেই হিসাব করে আগেই আরও গাছ লাগাতে হবে। বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয়, তা গাছ থেকেই পাওয়া যায়। পৃথিবীতে যত বেশি গাছের চারা রোপণ করা হবে, ততো বেশি পরিবেশ সুন্দর হবে। মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে। মানুষসহ অন্যান্য প্রাণিজগৎ যে কার্বন-ডাই অক্সাইড ত্যাগ করে, তা দিয়ে গাছ সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে। গাছ ছাড়া প্রাণিজগৎ বেঁচে থাকা অসম্ভব। এই গাছ জ্বালানির কাজেও প্রয়োজন হয়। গাছের কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়। বর্তমানে শিল্পকর্মের প্রসার ঘটার কারণে অযথা গাছ কাটা হচ্ছে। এর ফলে সব জীবজগতের ওপর হুমকি হয়ে দেখা দিচ্ছে। একদিকে গাছ কাটা অন্যদিকে দাবানলে পুড়ে ধ্বংস হচ্ছে বনভূমি। ফলে পৃথিবীতে গাছের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। এর বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ঝড়ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, বন্যা, খরা প্রভৃতি দিন দিন বেড়েই চলছে। গাছপালা থেকে আমরা খাদ্য, পোশাক, নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্রসহ প্রয়োজনীয় প্রায় সবকিচুই পেয়ে থাকি। কাজেই গাছের প্রতি আমাদের সবারই যত্নবান হওয়া উচিত। অক্সিজেন তো রোপণ করা যায় না। আবার একে চোখেও দেখা যায় না। এ সময় উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল, ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক শরীফ খন্দকার, সদস্যসচিব মো. আব্দুল বারী খন্দকার, সদস্য মো. মাসুম বিলস্নাহ, নাজমুল হাসান মেহেদী, জুবায়ের খন্দকার প্রমুখ
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম তাড়াশ, সিরাজগঞ্জ।