শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

প ঙ্‌ ক্তি মা লা

  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
প ঙ্‌ ক্তি মা লা

পাহাড়ধস

আব্দুস সালাম

গরিব-দুঃখী পাহাড় ঘেঁষে

গড়ে বসতবাড়ি

কিন্তু তাদের হচ্ছে দিতে

মৃতু্যপথে পাড়ি।

পাহাড় ধসে মাটির নিচে

বাড়ছে লাশের সারি

স্বজনহারার কান্না দেখে

সইতে কি আর পারি!

পাহাড়খেকো পাহাড় কাটে

বাড়ছে তাতে ঝুঁকি

এই তো সময় এখন তাদের

সবাই মিলে রুখি।

কর্তা যদি আঙুল চোষে

রঙ্গ দেখে বসে

প্রাণ হারাবে গরিব-দুখী

পড়বে পাহাড় ধসে।

পাহাড় ধসের কারণগুলো

করতে হবেই বন্ধ

আইন-কানুন রাজক্ষমতা

চাই না থাকুক অন্ধ।

নিসর্গ শান্তি

আজহারুল ইসলাম

পশু পাখি পোকামাকড় হয়ে

জন্ম হলে আশ্রয় হত হয়ত

বনে জঙ্গলে বা কারো নীড়ে,

মুক্ত বন্ধনে বা ছন্দে ছোটা

সেটি মন্দ হত না, দ্বন্দ্ব হত না

লাগত না টাকা মানিক হিরে।

যদিও রাখত বন্দি

সেটিই নিসর্গ শান্তি।

মানুষ হয়ে জন্মেছি বলে

যা আছে আরো আরো চাই,

পশু পাখিদের চাহিদা আছে

কিন্তু জমানোর ইচ্ছা নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে